Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মোবাইল / 16000 mAh ব্যাটারি, ৬ জিবি র‍্যাম ও ৪টি ক্যামেরা যুক্ত মোবাইল

16000 mAh ব্যাটারি, ৬ জিবি র‍্যাম ও ৪টি ক্যামেরা যুক্ত মোবাইল

সবার খবর, টেক ডেস্ক: নতুন মোবাইল লঞ্চের ছড়াছড়ি। সব চাইতে বড়ো টেকনোলজি শো MWC 2018 তে ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হয়ে চলেছে ধারাবাহিক ভাবে। Energizer লাইসেন্স ব্রান্ড Avenir টেলিকম এই শোতে তিনটি মোবাইল বা স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনগুলির মধ্যে বিশেষজ্ঞদের নজড় কেড়েছে 16000 mAh ব্যাটারি যুক্ত একটি স্মার্টফোন। এই মোবাইলটির নাম দেওয়া হয়েছে Energizer Power Max P16K Pro. মার্কটে সাধারণত সর্বোচ্চ 10000 mAh ব্যাটারির মোবাইল পাওয়া যায়। কিন্তু সবাইকে চমকে দিয়ে Energizer Power Max P16K Pro 16000 mAh ব্যাটারি লাগিয়েছে। এছাড়াও এই কোম্পানি আরও দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। একটি Power P490S আরেকটি Energizer Hardcase H590SA. এই মোবাইল কোম্পানি তিনটি ফোনেই দুর্দান্ত সব ফিচারস যুক্ত করেছে।
ফোন
আসুন জেনে নিই Energizer Power Max P16K Pro-এর ব্যাপারে-
এই মোবাইলটিতে ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ৪ টি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্যে ফোনের রিয়্যার সাইডে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের সেকান্ডারি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। লো-লাইটের জন্য দুটি এলইডি ফ্ল্যাশ ব্যাবহার করা হয়েছে। ১৩ ও ৫ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা ব্যাবহার করা হয়েছে। এই মোবাইলটিতে থাকছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি। ফোনটিতে ৮ কোর যুক্ত মিডিয়াটেক পি২৫ প্রসেসার আছে। এই মোবাইল ফোনটি এন্ড্রয়েড ৮.০ ওরিয়াতে কাজ করে।
আরও দেখুন: কম দামি মোবাইলটির ২২ দিন চলবে ব্যাটারি !

Check Also

সেরা ক্যামেরা মোবাইল

সেরা ক্যামেরা মোবাইল : প্রথম বারের মতো পাঁচটি ক্যামেরা যুক্ত মোবাইল

সবার খবর, টেক ডেস্ক: হুয়াই নিয়ে আসছে পাঁচটি ক্যামেরা যুক্ত মোবাইল। বাজারে প্রথম বারের মতো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *