Breaking News
Home / খেলার খবর / IPL 2019: আইপিএল নিলামের পূর্বে কোন দল কোন প্লেয়ারকে ধরে রাখলো এক নজরে

IPL 2019: আইপিএল নিলামের পূর্বে কোন দল কোন প্লেয়ারকে ধরে রাখলো এক নজরে

সবার খবর, স্পোর্টস ডেস্ক: আগামি ডিসেম্বর মাসেই আইপিএল ২০১৯-এর জন্য নিলাম শুরু হবে গোয়াতে। তার আগে বৃহস্পতিবার শেষ দিন ছিল রিটেইন প্লেয়ার ও রিলিজ প্লেয়ারদের লিস্ট জমা দেওয়ার। তাই ফ্রাঞ্চাইজিগুলি তাদের পছন্দের খেলোয়াড়দের রেখে দিয়ে অবশিষ্ট সব ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে।স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে দলে রেখে দিয়েছে তাদের ফ্রাঞ্চাইজি রাজস্থান ও হায়দ্রাবাদ। দলে ওয়ার্নার আসাতে শিখর ধাওয়ানকে ছেড়ে দিয়েছে হায়দ্রাবাদ। অপরদিকে মিচেল স্টার্ককে দল থেকে ছেটে ফেললো কোলকাতা।

আইপিএল(IPL)-এর দলগুলি যেসব ক্রিকেটারদের ধরে রাখলো:

১. দিল্লি ডেয়ারডেভিলস রিটেইন প্লেয়ার: শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ত, মানজত কালরা, কলিন মুনরো, ক্রীস মোরিস, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, হারশাল পাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাডা, ট্রেন্ট বোল্ট, সান্দীপ ল্যামিচানেল, শিখর ধাওয়ান(লোন)
দিল্লি ডেয়ারডেভিলস রিলিজ প্লেয়ার: গৌতম গাম্ভীর, জেসন রয়, গুরকীরত মান, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ শামি, ড্যান ক্রিশ্চিয়ান, সায়ান ঘোষ, লিয়াম প্ল্যাঙ্কেট, জুনিয়ার ডালা, নমন ওঝা।
আইপিএল খেলা
২. চেন্নাই সুপার কিংস রিটেইন প্লেয়ার: এমএস ধোনি, সুরেশ রাইনা, ফ্যাপ ডু প্লেসিস, মুরলি বিজয়, রাবিন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেল স্যান্টেনার, ডেভিড উইলি, ডুয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন, লুনগি এনগিডি, ইমরান তাহির, কেদার যাদব, অম্বতি রাইডু, হারভজন সিং, দীপক চাহার, কেএম আসিফ, করণ শর্মা, ধ্রুব শোরে, এন জাগাদীসান, শার্দুল ঠাকুর, মনু কুমার, চ্যাইতান্না বিশনয়।
চেন্নাই সুপপার কিংস রিলিজ প্লেয়ার: মার্ক উড, কানিষ্ক সেথ, ক’শেটিজ শর্মা।
৩. মুম্বাই ইন্ডিয়ান্স রিটেইন প্লেয়ার: রোহিত শর্মা, হারদিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডিয়া, ঈশান কিশান, সুরিয়া কুমার যাদব, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল চাহার, অনুকুল রয়, সিদেশ ল্যাড, অদিত্যা তারে, ক্যুইন্টন ডি’কক, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাক্লেনঘান, অ্যাডাম মিলনে, জেসন বেহরেনডর্প।
আইপিএল
মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ প্লেয়ার: সৌরভর তিওয়ারি, প্রদীপ সাঙ্গওয়ান, মোহসিন খান, এমডি নিধেশ, শারাদ লুম্বা, তাজেন্দার সিং ঢিলন, জেপি ডুমিনি, প্যাট কামিন্স, মুস্তাফিজুর রহমান, অকিলা ধনঞ্জয়।
৪. সানরাইজার্স হায়দ্রাবাদ রিটেইন প্লেয়ার: বাসিল থাম্পি, ভুবেনশ্বর কুমার, দীপক হুডা, মানিশ পান্ডে, নটরাজন রিকি ভুই, সন্দীপ শর্মা, শ্রীভাতস্ব গোস্বামি, সিদ্ধার্থ কল, সাইদ খলিল আহম্মদ, ইউসুফ পাঠান, বিলি স্ট্যানলেইক, ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, মোহাম্মদ নাবি, রাশিদ খান, শাকিব আল হাসান, অভিশেক শর্মা, শাহাদাব নাদীম, বিজয় শঙ্কর।
সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ প্লেয়ার: শচিন বেবি, তন্ময় আগারওয়াল, ক্রিশ জর্ডান, কার্লস ব্রেথওয়েট, অ্যালেক্স হলস, বিপুল শর্মা, মেহেদি হাসান, শিখর ধাওয়ান(লোন)।
আইপিএল
৫. কিংস ইলেভেন পাঞ্জাব রিটেইন প্লেয়ার: লোকেশ রাহুল, ক্রিশ গেইল, অ্যান্ড্রু টাই, মায়াঙ্ক আগারওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করুন নায়ার, ডেভিড মিলার, রবিচন্দ্রন অশ্বিন।
কিংস ইলেভেন পাঞ্জাব রিলিজ প্লেয়ার: অ্যারোন ফিঞ্চ, যুবরাজ সিং, বারিন্দার সারান, বেন ডিওয়ারসুইস, মনোজ তিওয়ারি, আকাশদীপ নাথ, প্রদীপ সাহু, মায়াঙ্ক ডাগার, মান্জুর ডার, মার্কস স্টোইনিস।
আইপিএল
৬. রাজস্থান রয়্যারলস রিটেইন প্লেয়ার: অজিঙ্কা রাহানে, কৃষ্ণাপ্পা গৌতম, সঞ্জু স্যামসন, শ্রেয়াস গোপাল, আরিয়ামান বিরলা, এস মিদুন, প্রশান্ত চোপড়া, স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠি, ধাওয়াল কুলকার্ণি, মহিপাল ল্যামরর, জস বাটলার, বেন স্টোকস, স্টিভ স্মিথ, জোফরা আর্চার, ইশ সোদি।
রাজস্থান রয়্যাজলস রিলিজ প্লেয়ার: ডি’আর্চাই শর্ট, বেন লাফলিন, হেনরিক ক্ল্যাসন, ডেন প্যাটারসন, জাহির খান, দুশমন্থা চামীরা, অণুরীত সিং, অঙ্কিত শর্মা, জতিন সাক্সেনা, জয়দেব উনাদকাট।
আইপিএলের গাড়ি
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালর রিটেইন প্লেয়ার: বিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর, পাওয়ান নেগি, মইন আলী, কলিন ডি গ্রান্ডহোম, মার্কাস স্টোইনিস(লোন), যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, টিম সাউথি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলওয়ান্তর খেজরোলিয়া, নাথান কালটার-নাইল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালর রিলিজ প্লেয়ার: কোরি অ্যান্ডারসন, ব্রেন্ডন ম্যাককুলাম, ক্রিশ ওকস, সারফারাজ খান, মান্দীপ সিং(লোন), কুইন্টন ডি কক।
৮. কোলকাতা নাইট রাইডার্স রিটেইন প্লেয়ার: দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিশ লিন, শুভাম গিল, নিতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শিভাম মাভি, কুলদীপ যাদব, পিয়ুস চাওলা, কমলেশ নাগরকোটি, প্রসিদ্ধ কৃষ্ণা।
কোলকাতা নাইট রাইডার্স রিলিজ প্লেয়ার: মিচেল স্টার্ক, টম কুরান, মিচেল জনসন, ক্যামরন ডেলপর্ট, জেভন সার্লেস, ঈশাঙ্ক জাগি, অপূর্ব ওয়াংখেড়ে, বিনয় কুমার।

এখন দেখার বিষয় এই সমস্ত প্লেয়ারদের আগামি মাসে কোনো ফ্রাঞ্চাইজি কেনে কি না?
আরও পড়ুন: নিলামের পূর্ব যুবরাজ সিং ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি

Check Also

আইপিএল নিলাম

নিলামের পূর্ব যুবরাজ সিং ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি

সবার খবর, ওয়েব ডেস্ক: আগামী মাসে আইপিএল নিলাম হবে। তার পূর্বেই কিংস ইলেভেন পাঞ্জাব যুবরাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *