Breaking News
Home / আন্তর্জাতিক / অজগরের পিঠে বসে যাত্রা করলো কয়েক ডজন ব্যাঙ! সোশ্যাল মিডিয়াতে Video ভাইরাল

অজগরের পিঠে বসে যাত্রা করলো কয়েক ডজন ব্যাঙ! সোশ্যাল মিডিয়াতে Video ভাইরাল

সবার খবর, ওয়েব ডেস্ক: আমরা গ্রামে যারা বসবাস করি তারা মাঝে মাধ্যেই দেখতে পায় সাপে ব্যাঙ ধরেছে। সাপের নিয়মিত খাদ্যে রূপান্তরিত হয় ব্যাঙ। কিন্তু অস্ট্রেলিয়ায় Kununurra প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচতে বেশ কয়েকটি ব্যাঙ অজগরের পিঠের উপর বসে মজা নিচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে এই দৃশ্য সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ধারণ করেছেন একজন অস্ট্রেলিয়ান কৃষক। যার নাম পল মক। যিনি কুনুনুরা তুফান-এর পর নিজের জমি দেখতে এসেছিলেন। কিন্তু যখনই তিনি সাপ এবং ব্যাঙ-কে একসঙ্গে দেখতে পেলেন তখন তিনি অবাক হলেন। রাত্রি প্রায় দেড়টার সময় তার ঘুম ভাঙে। বাইরের দিকে তাকিয়ে দেখেন চারদিক বন্যার জল এসে প্লাবিত করে গেছে। আরেকটু এদিক ওদিক দেখতেই এই দৃশ্যটি তার নজরে আসে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পল জানান, জমিতে প্রচুর পরিমাণে জল জমে ছিল ফলে ব্যাঙ স্থলে এসে উপস্থিত হয়েছিল। কিন্তু পাশেই লক্ষ্য করি যে, অজগরের উপর কিছু ব্যাঙ দৃশ্যত যাত্রী রূপে বসে ছিল। শুধু পলের কাছেই বিস্ময়কর দৃশ্য ছিল এটি তা কিন্তু নয়। যারা ভিডিওটি দেখেছে তারাও এমন দৃশ্য অতীতে কোনো দিন দেখেছেন কিনা তা মনে করতে পারছেন না। কৃষক পল জানান, এই বিশেষ ধরনের ব্যাঙ সাধারণত রাত্রি বেলায় বের হয়। কারণ গরম তাদের পছন্দ নয়। এই প্রজাতির ব্যাঙ আমেরিকাতে বেশি পরিমাণে দেখা যায়। কিন্তু বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতেও তাদের বংশ বৃদ্ধি হচ্ছে ক্রমান্বয়ে।

তিনি আরো জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৩.৫ মিটার পর্যন্ত হতে পারে।
এমন দৃশ্য দেখার পর একটা কথায় মনে আসে-‘বিপদে পড়লে বাঘে-গরুতে এক ঘাটে জল খায়’ কথাটি সত্য।
আরও পড়ুন: মিস আফ্রিকা ২০১৮: মঞ্চেই আফ্রিকান সুন্দরির মাথায় আগুন!

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …