Breaking News
Home / বিনোদন / অনুষ্কা বাচ্চা নেওয়ার আগে বিরাটের সামনে রাখলেন এই শর্ত

অনুষ্কা বাচ্চা নেওয়ার আগে বিরাটের সামনে রাখলেন এই শর্ত

সবার খবর, ওয়েব ডেস্ক: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা মাঝে মাঝেই খবরের শিরোনামে থাকেন। বিরাট ক্রিকেট নিয়ে আর অনুষ্কা তার ছবি নিয়ে ব্যাস্ত থাকেন সব সময়। দুজনে চুপিচুপি বিয়ে করার পর তাদের পার্সোনাল জীবন নিয়েও অনেক গুজব বেরচ্ছে। আজকে আবার বিরুষ্কা জুটি মিডিয়ার লাইম লাইটে। দুজনের পরিবার পরিকল্পনা নিয়ে কিছু খবর এখান সেখানে ঘুরাঘুরিও করছে।
বিরাট কোহলি অনেক বার বলেছেন, অনুষ্কা শর্মা আমার জীবনে আসার পর অনেক পরিবর্তন লক্ষ্য করছি আমার ভেতর। তাদের ভবিষৎ সন্তান নিয়ে পরিকল্পনার কথা সকলের সামনে তুল ধরেন। বিরাট জানান, তারা বাচ্চাকে এটা কখনই বুঝতে দেবে না যে সে সেলিব্রেটির ঘরে জন্ম নিয়েছে। তাদের সন্তানকে নাকি তারা সাধারণ ভাবে মানুষ করবেন।
বিরুষ্কা
আমরা জানি বিরাট কোহলি যা বলেন তা বাস্তবে করে দেখান। আসলে বিরাট কোহলি চান তার বাচ্চা যেন জীবনটাকে চিন্তে ও বুঝতে শিখে। জীবনে কতো ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়। তারা মনে করে বাচ্চাদের .নামের পাশে অল্প বয়স থেকে সেলিব্রেটি ট্যাগ ব্যবহার হলে তার লক্ষ্য থেকে সে ছিটকে যেতে পারে। বিরাট কোহলি বলেন, এই সিদ্ধান্ত আমি এবং আমার স্ত্রী দুজনে মিলেই নিয়েছি।
বিরুষ্কা জুটির বাচ্চা হওয়ার পর বোঝা যাবে তারা তাদের বাচ্চাকে সাধারণ ঘরের বাচ্চার মতো লাইফস্টাইল দেয় কি না?
Read More: কুড়ি হাজার রানের গন্ডি কে টপকাবে প্রথম? তিন জনের মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *