Home / বিনোদন / কৃষিকাজ করতে নেমে পড়লেন বিখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

কৃষিকাজ করতে নেমে পড়লেন বিখ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

সবার খবর, ওয়েব ডেস্ক: নওয়াজউদ্দিন সিদ্দিকি-কে কেবল সাধারণ চলচ্চিত্র দর্শক নয়, তিনি অভিনেতা ও অভিনেত্রীদেরও আইডল। ভারতীয় সিনেমার বিভিন্ন ভাষাভাষী অভিনেতা ও অভিনেত্রীদের সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছেন, তাদের প্রিয় অভিনেতা কে? তারা কোন রকম ভাবলেশ না রেখেই বিনোদন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যে নামটি বলেছেন, শুনলে চমকে যাবেন আপনিও। বলিউডের অন্য তাবড় তাবড় অভিনেতাকে পেছনে রেখে সেইসব ভারতীয় সিনেমা সেলেবরা বেছে নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। এই জন্যে নওয়াজ হয়তো অনেকের ঈর্ষার পাত্র হতে পারেন। ‌সেই সমস্ত সেলিব্রেটি অভিনেতা-অভিনেত্রীরা বলেছেন, ভারতীয় সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকি একজন সেই লেভেলের অভিনেতা, যিনি অভিনেতা ও অভিনেত্রীদেরও প্রথম পছন্দের অভিনেতা। ওর অভিনয় স্কিল, অভিনয় ডেলিভেরি অবাক হয়ে দেখার মত। নওয়াজ নিজেকে তৈরি-ই করেছেন সেভাবে। এই জন্য যদি তাকে তার সিনিয়ার অভিনেতারা ঈর্ষা করেন তাহলে নওয়াজের কিছু যায় আসে না। বললেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক টলিউড অভিনেতা।
নওয়াজউদ্দিন সিদ্দিকি
এবার চমকে উঠবেন না। নওয়াজউদ্দিন সিদ্দিকি জমি কিনেছেন। কেন? না, ব্যবসা করার জন্য নয়। চাষাবাদের জন্য। মহারাষ্ট্রের কাসাভায় নওয়াজ চাষের জমি কিনেছেন। তার লক্ষ্য, স্থানীয় কৃষিজীবীদের বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষিত করে কৃষির উন্নয়ন করা। নওয়াজের ভাই শামসুদ্দিন সিদ্দিকি সংবাদমাধ্যমকে জানান, নওয়াজের চাষাবাদের আগ্রহ ছোটবেলা থেকেই। প্রিয় জায়গা উত্তরপ্রদেশের বুধানা। সেখানেই জন্ম নওয়াজের। উল্লেখ্য, নওয়াজের পরিবারও একদা কৃষির সঙ্গে যুক্ত ছিল। সেই কথা ভুলে যাননি আজকের বলিউডের অন্যতম সেলিব্রিটি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাই তার কৃষির প্রতি এত আগ্রহের আরো একটি কারণ বলে জানান, তার ভাই শামসুদ্দিন সিদ্দিকি।
Read More: ফোর্স সিনেমায় সত্যি কি জন আব্রাহাম বাইক তুলেছিলেন?

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *