গুজরাত ভোটের ঠিক আগে বিজেপির মহিলা নেত্রী রেশমা পাটিলের অশ্লিল ছবি ভাইরাল হয়ে গেলো সোস্যাল মিডিয়াতে । কিন্তু রেশমা বলছে এই ছবি নকল এবং আমার বদনাম করার জন্য এটা ছড়ানো হচ্ছে ।
এর পরিপ্রেক্ষিতে রেশমা কিন্তু হাইকোর্টের দারস্ত হয়েছে । তারপরেই হাইকোর্টের আদেশে তদন্ত শুরু করেছে পুলিশ । উল্লেখ থাকে যে , পাটিদার সংরক্ষণ আন্দলনের সাথেই যুক্ত ছিলো রেশমা কিন্তু ভোটের ঠিক আগেই বিজেপিতে যোগ দেয় রেশমা ।
পুলিশ সোস্যাল মিডিয়াতে অশ্লিল ছবি পোস্ট করার দায়ে অপরাধির বিরুদ্ধে আইপিসির ধারা ৩৫৪ ডি(১), ২৯৪(বি), ৫০০, ৫০৯, ১২০ বি, ১১৪ এবং আইটি আইনের ধারা ৬৬(সি), ৬৭, ৬৭ এ এফআইআর করা হয়েছে ।
ভোটের পর পরই পুলিশ সকল ধরনের তথ্য প্রমাণ সংগ্রহের কাজে নেমে পড়েছে ।
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …