Breaking News
Home / জাতীয় / অশ্লিল ছবি ভাইরাল বিজেপি মহিলার নেত্রী রেশমা পাটিলের

অশ্লিল ছবি ভাইরাল বিজেপি মহিলার নেত্রী রেশমা পাটিলের

গুজরাত ভোটের ঠিক আগে বিজেপির মহিলা নেত্রী রেশমা পাটিলের অশ্লিল ছবি ভাইরাল হয়ে গেলো সোস্যাল মিডিয়াতে । কিন্তু রেশমা বলছে এই ছবি নকল এবং আমার বদনাম করার জন্য এটা ছড়ানো হচ্ছে ।
এর পরিপ্রেক্ষিতে রেশমা কিন্তু হাইকোর্টের দারস্ত হয়েছে । তারপরেই হাইকোর্টের আদেশে তদন্ত শুরু করেছে পুলিশ । উল্লেখ থাকে যে , পাটিদার সংরক্ষণ আন্দলনের সাথেই যুক্ত ছিলো রেশমা কিন্তু ভোটের ঠিক আগেই বিজেপিতে যোগ দেয় রেশমা ।
পুলিশ সোস্যাল মিডিয়াতে অশ্লিল ছবি পোস্ট করার দায়ে অপরাধির বিরুদ্ধে আইপিসির ধারা ৩৫৪ ডি(১), ২৯৪(বি), ৫০০, ৫০৯, ১২০ বি, ১১৪ এবং আইটি আইনের ধারা ৬৬(সি), ৬৭, ৬৭ এ এফআইআর করা হয়েছে ।
ভোটের পর পরই পুলিশ সকল ধরনের তথ্য প্রমাণ সংগ্রহের কাজে নেমে পড়েছে ।

Check Also

সড়ক পরিবহন আইন

সড়ক পরিবহন আইন – দুর্ঘটনা হলেও ক্ষতিপূরণ পাবেন না যাত্রী

সড়ক পরিবহন আইন – নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *