Home / জাতীয় / অসম থেকে বিতাড়িতদের বাংলা দেবে স্থান

অসম থেকে বিতাড়িতদের বাংলা দেবে স্থান

নিজেস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: অসমে বাঙালিদের নাগরিকপঞ্জি থেকে নাম বাদ পড়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরব হলেন। অসম সীমান্তে কুমারগ্রামে এক সভায় মমতা বললেন, ‘অসম থেকে আসা বাঙালিদের এই বাংলার মানুষ বুক দিয়ে আগলে রাখবে’। তিনি আরও বলেন, বিজেপি সরকারের এই একতরফা নীতির বিরোধিতা আমরা করছি। উল্লেখ থাকে যে, অসমের মোট জনসংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ। তার মধ্যে বাদ গিয়েছে ১ কোটি ২৯ লক্ষের নাম। শুধু বাঙালি নয় বাদ যাওয়া জনসংখ্যার মধ্যে আছে বিহারি, রাজস্থানি, গুজরাটি ও অন্যান্যরাও। মুখ্যমন্ত্রী প্রশ্ন ছোঁড়েন, কেনো কি দোষ করেছে এইসব মানুষরা!
আরও পড়ুন: মমতা সম্পর্কে এ কী বললেন মুকুল

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *