Breaking News
Home / বিনোদন / অস্কার পেলো তিন মিনিটের ছবি । দেখলে জীবন বদলে যাবে

অস্কার পেলো তিন মিনিটের ছবি । দেখলে জীবন বদলে যাবে

সবার খবর, বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই সিনেমা জগতের সব চাইতে বড়ো পুরস্কার অস্কার ২০১৮ দেওয়া হয়েছে। যেখানে বড়ো বড়ো সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন প্রতিবারের ন্যায় এবারও। অস্কার ২০১৮ তে বড়ো বড়ো সিনেমা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। যেখানে শক্তিশালি প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাওয়া গেছিল। এই পুরস্কার পাওয়ার আসা সকল সেলিব্রিটি বা সিনেমা জগতের সব কলাকুশলীদের থাকে। ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে চাই যেন জীবনে একবার অস্কার পাওয়া যায়।
উল্লেখ্য, কিছুদিন আগেই ৯০তম আকাডেমিক এওয়ার্ডের জন্য ‘দি শেপ অফ ওয়াটার’ সব চাইতে বেশি নমিনেশান পেয়েছে। এই ছবিটি ১৩ টি আলাদা আলাদা ক্যাটাগরিতে নমিনেট হয়েছিল। এবছর অস্কার হলিউডের ডোল্বি থিয়েটারে আয়োজিত হয়েছিল। কমেডিয়ান জিমী কিমলে অস্কারের উপস্থাপক ছিলেন।
তিন মিনিটের অস্কার
‘পাইপার’ বেস্ট এনিমেটেড মুভির পুরস্কার জিতে নিয়েছে। আপনারা আশ্চার্য হয়ে যাবেন কারণ ছবিটি মাত্র ৩ মিনিটের। ছবিটি দেখার পর আপনার জীবনকে চেনার দর্শন পাল্টে যাবে। পিক্সার এনিমেশান স্টুডিও এই ছবিটি তৈরি করেছে। ছবিটি লিখেছেন এ্যালান বারিলারো। যদিও ছবিটি গত বছর অর্থাৎ ৮৯তম অস্কার প্রদানের মঞ্চ থেকে পুরস্কারটি জিতে নেই। এবছর ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড সেরা অভিনেত্রীর অস্কারটি পায়। অন্যদিকে গ্যারি ওল্ডম্যান বেস্ট অভিনেতার পুরস্কার জিতে নেন।

আরও দেখুন: Pacific Rim Uprising হলিউড সিনেমায় রোবটের ভয়ানক কর্মকান্ড

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *