সবার খবর, বিনোদন ডেস্ক: অজয় দেবগানকে আমরা অ্যাকসান হিরো নামেই বেশি চিনি। রেইড এর ট্রেলারে অজয়কে ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। ছবির প্রেক্ষাপট ১৯৮১ সালের লাখনাউয়ের এক ডেপুটি কমিশনার অফ ইনকাম ট্যাক্স অফিসারের। ছবিতে অময় পাটনায়েক হিসেবে অভিনয় করেছেন অজয় দেবগান। এই ট্রেলারটিতে অনেক ডায়লগ বলতে শোনা যাচ্ছে অজয়কে। ছবিটি পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্ত। এছাড়াও অজয়ের বিপরীতে আছেন এলিনা ডি’ক্রুজ। ১৬ মার্চ রেইড মুক্তি পাবে সারা ভারত জুড়ে।
রেইড ছবির ট্রেলার দেখুন।
আরও দেখুন: Hate Story 4 ছবির এই গানটি আগে হিট গান ছিল। দেখুন ভিডিও
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …