সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০১৮ ফাইনাল খেলায় চেন্নাই সুপারকিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে দেয়। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে ১৭৮/৬ রান করে। কিন্তু শেন ওয়াটসনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে প্রায় ম্লান দেখাচ্ছিল হায়দ্রাবাদের বোলারদের। শেন ওয়াটসন ৫৭ বলে ১১৭ রানের ইনিংস উপহার দেন। ফলে চেন্নাই ১৮.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।
এই আইপিএলে সুনীল নারিন ম্যান অফ দ্য সিরিজ হন। সুনীল নারিন ১৬ ম্যাচে ১৭ উইকেট নেন এবং ব্যাটে ৩৫৭ রানও করেন। নারিন প্রথম এমন প্লেয়ার যে ব্যাট এবং বলে দুটোতেই পারদর্শী। চ্যাম্পিয়ান দলের ক্যাপটেনের হাতে ২০ কোটি টাকার একটি চেক তুলে দেন এবং রানার্স দলের অধিনায়ক উইলিয়ামসনকে দেয়া হয় ১২.৫ কোটি টাকার চেক।
সুনীল নারিনকে আইপিএল ২০১৮ সুপার স্ট্রাইকার হিসেবেও নির্বাচিত করা হয়। কারণ সুনীল ১৯০ স্ট্রাইক রেটে ব্যাট করেন এবার। যা আইপিএলের এই সিজিনে সর্বাধিক। ফলে সুনীল নারিনকে আইপিএলের আকর্ষনীয় পুরষ্কার টাটা নেক্সন গাড়িও উপহার দেওয়া হয়।
আরও পড়ুন: বাবা রামদেব Jio এর সাথে পাঙ্গা নিতে বাজারে আনলেন পতঞ্জলি সিম কার্ড