আইপিএল খবর : কায়রোণ পোলার্ড দেশের চাইতে IPL জার্সি গায়েই বেশি খ্যাতি অর্জন করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ কাঁপাতে দেখা যায় প্রায় প্রত্যেক আইপিএল এডিশানে। অনেক ম্যাচ নিজের ব্যাটিং ও বোলিং দক্ষতাতে মুম্বাই ইণ্ডিয়ান্সের ঘরে তুলেছেন। এই ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান কম বিতর্কে জড়াননি। মিচেল স্টার্কের দিকে ব্যাট ছুড়ে মারেন।
নিজের সতির্থ গেইলকে বারবার ডিস্টার্ব করার জন্য আম্পেয়ার তাকে সতর্ক করেন। তারপরই পোলার্ড নিজের মুখে টেপ লাগিয়ে মাঠে নেমে পড়েন।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। কথায় আছে সাফল্যের পিছনে প্রত্যেক নারীর একটা হাত থাকে।
তেমনই কায়রোন পোলার্ডের ক্ষেত্রে নারী চরিত্রটি হলো তার স্ত্রী। তার স্ত্রীর নাম জিন্না আলি। এই জিন্না আলি বিজনেস করেন। তিনি একজন মুসলিম। পোলার্ড এবং জিন্না আলি দুজনেই ত্রিণিদাদের বাসিন্দা।
আরও পড়ুন: Jio নিয়ে এলো নতুন ধামাকা! ২৫১ টাকা রিচার্জে মিলবে ১০২ জিবি ডেটা
Check Also
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …