আইপিএল খবর : দীপিকা পাডুকনের সাথে শ্যুটিং করতে রাজি নয় বিরাট কোহলি। একথা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন আরসিবিকে। ফলে আইপিএল শুরুর মুহুর্তেই ১১ কোটি টাকা ক্ষতি হলো তাদের। কিন্তু এই না করার পিছনে আসলে কি দন্দ না অন্যকিছু। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এর খবর অনুযায়ী, আরসিবির সাথে চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছিল গোআইবিবো। কিন্তু বিরাটের সাথে নাকি ব্যাঙ্গালরের চুক্তি আছে যে, তিনি আর কোনো বলিউড নায়িকার সাথে স্ক্রীন শেয়ার করতে পারবেন না। তাই বিরাট না করে দেন। দীপিকা এবং বিরাট নিজ নিজ পেশায় সাফল্যের সর্ব্বোচ্চ চূড়ায় অবস্থান করছেন।
আরও পড়ুন: আইপিএল খবর : জানেন কি পোলার্ডের স্ত্রী মুসলিম? দেখুন ছবি
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …