সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইপিএল ফুল এন্টারটেইনমেন্ট দিচ্ছে প্রথম ম্যাচ থেকেই ক্রিড়ামোদি দর্শকদের একথা বলায় যায়। কেমন হতে পারে আজকের খেলা। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আজ আইপিএল ২০১৮-এর চতুর্থ ম্যাচটি খেলা হবে। রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদে খেলাটি অনুষ্ঠিত হবে।
রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের IPL পরিসংখ্যান:
মোট ম্যাচ-৪৯
প্রথম ব্যাটিং করে জয়-১৯
প্রথম বোলিং করে জয়-২৯
গড় প্রথম ইনিংস স্কোর-১৫৬
গড় দ্বিতীয় ইনিংস স্কোর-১৪৬
সর্বোচ্চ স্কোর-২২৩/৩ (CSK VS SRH)
সর্বনিম্ন স্কোর-৮০/১০ (DD VS SRH)
স্পিনিং ট্র্যাক হবে নিঃসন্দেহে বলা যায়। হায়দ্রাবাদের মাঠে খুব বড়ো স্কোর লক্ষ্য করা যায় না। তাই সাকিব আল হাসান অথবা রাশিদ খানের ভেতর ম্যাচের নায়ক হবার সম্ভবনা বেশি।
টিম নিউজ: ওয়ার্নের বদলে দলে এসছেন এ্যালেক্স হল্স।
সম্ভব্য রাজস্থানের একাদশ: আজিঙ্কে রাহানে (C), ডি’আরচে শর্ট, রাহুল ত্রিপাঠি, সান্জু স্যামসন, বেন স্টোক্স, জস বাটলার(WK), স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, কৃষ্ণনপ্পা গৌথাম, ধাওয়াল কুলকারণী, জয়দেব উনাদকাট।
সম্ভব্য রাজস্থানের একাদশ: কেন উইলিয়ামসন(C), শিখর ধাওয়ান, মানিশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুডা, ইউসুফ পাঠান, ঋদ্ধীমান সাহা(WK), ভুবেনশ্বর কুমার, রাশিদ খান, বিলি স্টানলেক, বাশিল থাম্পি।
যারা ম্যাচে মুখ্য ভুমিকা রাখতে পারে:
১. আজিঙ্কে রাহানে
২. শেখর ধাওয়ান
৩. রাশিদ খান
৪. বেন স্টোকস
৫. জস বাটলার
৬. সাকিব আল হাসান
দেখা যাক আজকের ম্যাচে কে কেমন খেলে। খেলা শুরু ভারতীয় সময় রাত ৮ টায়।
আরও পড়ুন: বিরাট কোহলি শ্যুটিংয়ে ‘না’ দীপিকার সাথে। ক্ষতি ১১ কোটি
Check Also
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।ওশেনিয়া অঞ্চলে …