সবার খবর, নিউজ ডেস্ক: পিতা মাতার স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছে দিল্লি সরকার। আপনার ছেলে স্কুলে গেছে কিনা তা এখন সহজেই ধরা পড়ে যাবে। অন্যদিকে শিক্ষক ক্লাসে উপস্থিত আছেন কিনা তাও বুঝতে পারবেন। এই অভিনব কর্মসূচি বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করছেন কেজরিওয়াল সরকার। তিনি এক ট্যুইট বার্তায় একথা বলেন। তিনি আরও বলেন পড়াশোনায় স্বচ্ছতা আনতেই এমন অভিনব প্রয়াস। ফলে দ্রুততার সঙ্গে সরকারি স্কুল গুলোতে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হবে। দিল্লির জণগন সরকারের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।
Reviewed the progress of installation of CCTV cameras in each class in all govt schools. Each parent will be given access to see his child studying in class on realtime basis on his phone. This will make the whole system transparent and accountable. It will ensure safety of kids
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 17, 2018
আরও পড়ুন:বিষাক্ত মাছ! জাপানের মাছ বাজারে ইমার্জেন্সী