Home / জাতীয় / আবারও মানবতা পদদলিত হলো: মৃত বাবাকে কাঁধে করে নিয়ে গেল ছেলে

আবারও মানবতা পদদলিত হলো: মৃত বাবাকে কাঁধে করে নিয়ে গেল ছেলে

সবার খবর, ওয়েব ডেস্ক: মানবতার মৃত্যু হয়েছে তার অনেক উদাহরণই আমরা দেখেছি। আমাদের দেশে বড় বড় কল-কারখানা হয়, বিল্ডিং হয়, নেতাদের পিছনে ১২-১৪ টি করে গাড়ি ঘোরাফেরা করে। কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা হয় না!
কাঁদে লাশ
শহরে সবজি বেচতে এসেছিল ৭৫ বছর বয়স্ক এক বৃদ্ধ। যার নাম লঘুসঙ্খা। বাজারের মধ্যেই হঠাৎ করে মাটিতে পড়ে যান তিনি। বাজারে উপস্থিত ব্যক্তিরা তাকে ডাকার চেষ্টা করেন কিন্তু নড়াচড়া করেননি তিনি। তাই উপস্থিত সকলেই মনে করছেন সেখানেই তার মৃত্যু হয়। তাঁরা ১০০ তে ডায়াল করে এম্বুলেন্স-এর জন্য। কিন্তু কর্তব্য ব্যক্তিরা এসে সেখানে পৌঁছায় কিন্তু লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারেননি। তার জন্য আলাদা একটি গাড়ির ব্যবস্থা করে দেবে বলে কথা দেয় ১০০-এর দায়িত্বে থাকা ব্যক্তিরা। কিন্তু ৩০ মিনিট যাবৎ কোনো গাড়ি না আসায়, তার ছেলে পাপ্পু তার মৃত বাবাকে কাঁদে করে নিয়ে বাইকে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালের ডাক্তাররা দেখে লঘুসঙ্কাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি মধ্যপ্রদেশের ছাতারপুর গ্রামের বাসিন্দা। যখন তার ছেলে এই কষ্টের সময় মৃত বাবাকে পিঠে নিয়ে বাজারে হাঁটছিলেন তখন করুন একটি দৃশ্য ফুটে উঠছিল। এটি যেন আধুনিক ভারতের কালো অধ্যায়।
Source:Patrika
আরও পড়ুন: ৩০০০ কোটির স্ট্যাচু অব ইউনিটি নিয়ে বৃটেনের গলায় কটাক্ষের সুর

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …