Breaking News
Home / জানা অজানা / আমাজন জঙ্গলে ধরা পড়ল ৫২৯ বছরের ৫৯ ফুটের কচ্ছপ! পিছনের গল্প জানুন

আমাজন জঙ্গলে ধরা পড়ল ৫২৯ বছরের ৫৯ ফুটের কচ্ছপ! পিছনের গল্প জানুন

আমাজন কচ্ছপের সত্যি মিথ্যে

সবার খবর, জানা অজানা ডেস্ক: কিছুদিন যাবৎ সোস্যল মিডিয়াতে খুব বেশি পরিমানে এই খবরটি শেয়ার হচ্ছে। জেনে নেওয়া যাক এই ছবির আসল গল্প।
প্রথমত বলা হচ্ছে, কচ্ছপটি পাওয়া গেছে আমাজানের জঙ্গল থেকে। দাবি করা হচ্ছে, এই কচ্ছপটি ৫২৯ বছরের পুরানো। লম্বায় ৫৯ ফুট এবং ওজন প্রায় ৮০০ পাউন্ড। প্রানীবিদরা বলছেন, এটি কোনো দিনই সম্ভব না কারণ একটি কচ্ছপ ৫২৯ বছর বাছতে পারে না। সাধারণত কচ্ছপ ১৫০ বছর বাঁচে। সব চাইতে লম্বা Galápagos কচ্ছপ ৫ ফুটের আর ওজন প্রায় ৫০০ পাউন্ড। আসলে এই স্টিল ছবিটি নেওয়া হয়েছে ২০০৬ সালে মুক্তি প্রাপ্ত একটি জাপানী ছবি “Gamera the Brave” থেকে।
আমজানের কচ্ছপ
এই ছবিটিই সোস্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: মহিলা ধূমপায়ীর সংখ্যায় বিশ্বে ভারত দ্বিতীয় !

Check Also

আইএএস অফিসার

অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার

সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *