আমাজন কচ্ছপের সত্যি মিথ্যে
সবার খবর, জানা অজানা ডেস্ক: কিছুদিন যাবৎ সোস্যল মিডিয়াতে খুব বেশি পরিমানে এই খবরটি শেয়ার হচ্ছে। জেনে নেওয়া যাক এই ছবির আসল গল্প।
প্রথমত বলা হচ্ছে, কচ্ছপটি পাওয়া গেছে আমাজানের জঙ্গল থেকে। দাবি করা হচ্ছে, এই কচ্ছপটি ৫২৯ বছরের পুরানো। লম্বায় ৫৯ ফুট এবং ওজন প্রায় ৮০০ পাউন্ড। প্রানীবিদরা বলছেন, এটি কোনো দিনই সম্ভব না কারণ একটি কচ্ছপ ৫২৯ বছর বাছতে পারে না। সাধারণত কচ্ছপ ১৫০ বছর বাঁচে। সব চাইতে লম্বা Galápagos কচ্ছপ ৫ ফুটের আর ওজন প্রায় ৫০০ পাউন্ড। আসলে এই স্টিল ছবিটি নেওয়া হয়েছে ২০০৬ সালে মুক্তি প্রাপ্ত একটি জাপানী ছবি “Gamera the Brave” থেকে।
এই ছবিটিই সোস্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন: মহিলা ধূমপায়ীর সংখ্যায় বিশ্বে ভারত দ্বিতীয় !