সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়াতে ভেঙে পড়লো সেনাবাহিনীর বিমান। ১৮০ জনের প্রাণ হানির আশঙ্কা। ঘটনাটি আজ আলজেরিয়ার উত্তরভাগে ঘটেছে। বিমানটি টেক অফ করার কিছুক্ষনের মধ্যেই সম্পূর্ণ ভেঙে পড়ে মাটিতে। সেনাবাহিনীর এই বিমানটি বোফারিক বিমানবন্দর থেকে টেক অফ করছিল।
৩০০ জন মেম্বারের একটি টিম দুর্ঘটনা স্থলে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। সিভিল প্রটেকশান এজেন্সির প্রবক্তা ফারুক আচুয়ার জানাচ্ছেন, বেশিরভাগ মৃত দেহ সম্পূর্ণ জ্বলে গেছে ফলে সনাক্ত করা খুবই কষ্টকর হচ্ছে।
?Crash d'avion à #Blida: Le #gouvernement présente ses condoléanceshttps://t.co/TTpCHz7POy
— Algérie24 (@Alg24net) 11 April 2018
সোভিয়েতের তৈরি ইলুশিন 2-76 বিমানটিতে সৈন্য নিয়ে যচ্ছিল বেচারের উদ্দেশ্যে। বেচার মরক্কো বর্ডারের কাছে অবস্থিত। .
আরও পড়ুন: বিরাট কোহলির জন্য বিরাট সুখবর এবার তিনি বাবা হচ্ছেন?