Home / আন্তর্জাতিক / ব্রেকিং নিউজ: আলজেরিয়াতে ভেঙে পড়ল বিমান ১৮০ জনের প্রাণ হানির আশঙ্কা

ব্রেকিং নিউজ: আলজেরিয়াতে ভেঙে পড়ল বিমান ১৮০ জনের প্রাণ হানির আশঙ্কা

সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়াতে ভেঙে পড়লো সেনাবাহিনীর বিমান। ১৮০ জনের প্রাণ হানির আশঙ্কা। ঘটনাটি আজ আলজেরিয়ার উত্তরভাগে ঘটেছে। বিমানটি টেক অফ করার কিছুক্ষনের মধ্যেই সম্পূর্ণ ভেঙে পড়ে মাটিতে। সেনাবাহিনীর এই বিমানটি বোফারিক বিমানবন্দর থেকে টেক অফ করছিল।
৩০০ জন মেম্বারের একটি টিম দুর্ঘটনা স্থলে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। সিভিল প্রটেকশান এজেন্সির প্রবক্তা ফারুক আচুয়ার জানাচ্ছেন, বেশিরভাগ মৃত দেহ সম্পূর্ণ জ্বলে গেছে ফলে সনাক্ত করা খুবই কষ্টকর হচ্ছে।


সোভিয়েতের তৈরি ইলুশিন 2-76 বিমানটিতে সৈন্য নিয়ে যচ্ছিল বেচারের উদ্দেশ্যে। বেচার মরক্কো বর্ডারের কাছে অবস্থিত। .
আরও পড়ুন: বিরাট কোহলির জন্য বিরাট সুখবর এবার তিনি বাবা হচ্ছেন?

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *