সবার খবর, নিউজ ডেস্ক: ইউপি এবং বিহারে লোকাসভা উপনির্বানে বিজেপি হারের কাছাকাছি। একের একের পর যখন জয় যাত্রা নন স্টপ চলছিল। ঠিক তখনই বিজেপির গলায় কাটা বাঁধলো ইউপি এবং বিহারের উপ নির্বাচনে। এই দুই রাজ্যের লোকসভা উপনির্বাচনে বিজেপি অনেকটাই পিছিয়ে পড়লো।
লোকসভা উপনির্বাচন ইউপির মুখ্যমন্ত্রী যোগী অদিত্যানাথের এসিড টেস্ট ছিল। অন্যদিকে লালুর হাত ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বিজেপির হাত ধরেছিল। সেই বিহারের আরারিয়া লোকসভা উপনির্বাচন ছিল আজ। সেই সিটে আরজেডির প্রার্থী ফিরোজ আলম তেরো রাউন্ড শেষে প্রায় ১২৩৪৩ ভোটে এগিয়ে।
অন্যদিকে ইউপির ফুলপুর এবং গোরখপুরে বিজেপি প্রায় ২০০০০ হাজার ভোটে পিছিয়ে। গোরখপুর মুখ্যমন্ত্রী যোগী অদিত্যানাথের সিট। অখিলেশ যাদবের সমাজবাদি পার্টি এই দুটি সিটে এগিয়ে আছে।
উল্লেখ্য সমাজবাদি পার্টিকে সমর্থন করেছিল মায়াবতি। ফলে মায়াবতির দল গোরখপুর এবং ফুলপুরে কোন প্রার্থী দিয়ে ছিল না।
আরও পড়ুন: নরেন্দ্র মোদি রাজস্থানের ঝুনঝুনু জেলায় পা রাখার আগেই শুরু হলো বিশাল বিক্ষোভ
Check Also
সড়ক পরিবহন আইন – দুর্ঘটনা হলেও ক্ষতিপূরণ পাবেন না যাত্রী
সড়ক পরিবহন আইন – নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে …