Home / আন্তর্জাতিক / এই দশ দেশের মহিলা পুলিশ দেখার পর আপনার অপরাধ করতে মন যাবে

এই দশ দেশের মহিলা পুলিশ দেখার পর আপনার অপরাধ করতে মন যাবে

সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: মহিলা পুলিশ দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এই দশ দেশের মহিলা পুলিশকে দেখার পর আপনার অপরাদ করতে মন যাবে। সত্যিই এতো সুন্দর দেখতে সেই সব দেশের মহিলা পুলিশ ।
পোল্যান্ড পুলিশ
১০. আমাদের লিস্টে এক নম্বরে আছেন পোল্যান্ড।
মেক্সিকো পুলিশ
৯. উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর মহিলা পুলিশের ফিগার সত্যিই দেখার মতো। কিছুদিন আগেই মেক্সিকান মহিলা পুলিশের একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গেছিল মেশিন কারবাইন নিয়ে এক মহিলা।
ইজরায়েল পুলিশ
৮. সব থেকে আকর্ষক মহিলা পুলিশের লিস্টে অষ্টম নম্বরে আছে ইসরাইল।
রোমানিয়া পুলিশ
৭. সপ্তম স্থানে আছে রোমানিয়া মহিলা পুলিশ। কিছুদিন আগে রোমানিয়ার উচ্চপদস্থ মহিলা পুলিশ কর্মচারির একটি ছবি ভাইরাল হয়েছিল।
জার্মান পুলিশ
৬. জার্মান মহিলা পুলিশ আমাদের লিস্টে ৬ নম্বরে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেনার পুনর্ণিমান হয়। তখনই মহিলা পুলিশ তৈরি হয়। তারা বিনা অস্ত্রে সাদা কাপড়ে কাজ করতেন।
ইন্দোনেশিয়া পুলিশ
৫. ইন্দোনেশিয়া মহিলা পুলিশের নিয়োগ হয়েছিল দেহ ব্যবসার ওপর নজরদারি করার জন্যে।
ব্রাজিল পুলিশ
৪. বিশ্ব ফুটবলে যেমন ব্রাজিলের নাম উজ্জল তেমনই দেখতে এদের মহিলা পুলিশ। ইন্টারনেটে ব্রাজিল মহিলা পুলিশের সার্চ নিয়মিত হয়।
ইউক্রেন পুলিশ
৩. আমাদের তালিকায় তিন নম্বরে আছে ইউক্রেন
উত্তর কোরিয়া পুলিশ
২. উত্তর কোরিয়ার তেমন কোনো ছবি আমরা দেখতে পাইনা কিন্তু উত্তর কোরিয়ার কিছু ছবি আমেরিকার মিডিয়া দ্বারা ইন্টারনেটে পাওয়া যায় এবং সেখানেই মহিলা পুলিশ সবার পছন্দ হয়।
রাশিয়ান পুলিশ
১. ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার মহিলা পুলিশ এক নম্বরে অবস্থান করছে। রাশিয়ান সুসজ্জিত মহিলা পুলিশের ছবি আপনার মন জয় করবেই।
Read More: ৯১৯ জন পুরুষের সাথে দৈহিক সম্পর্ক তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম!

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *