সবার খবর বিনোদন ডেস্ক: ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে বিতর্ক যেন পিছু ছাড়তেই চায়না । তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে টেনিস জগতে প্রবশের সঙ্গে সঙ্গেই যেমন কেরিয়ারগ্রাফ ওঠানামা করেছে, তেমনই বিতর্কও তার সাথ ছাড়েনি । সবচেয়ে বড়ো বিতর্ক বা জলঘোলা হয়েছিল পাকিস্তানি ক্রিকেটার সোয়েব মালিকের সঙ্গে সানিয়ার বিয়ের প্রসঙ্গ মিডিয়ায় আসার পরই ।
সম্প্রতি এক টেলিভিশান শো ‘কফি উইথ করণ’-এ ফারহা খানের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন সানিয়া। সেখানে তারা দুজনে খুব আনন্দও করেছিলেন । অনুষ্ঠানের এক পর্যায়ে করণ জোহর সানিয়াকে প্রশ্ন করেন, ‘বলিউডের কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চাও? এবং কোন অভিনেতাকে বিয়ে করতে চাও?’
টেনিস সুন্দরী মুহুর্ত অপেক্ষা না করে বলেন ‘আমার প্রিয় অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করতে চাই এবং রণবীর কাপুরকে বিয়ে করতে চাই।’
সানিয়ার এই অকপট উত্তর শুনে ফারহা এবং করণ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন সানিয়ার দিকে । তারপরই হাসিতে লুটিয়ে পড়েন তারা প্রত্যেকে ।
আরও পড়ুন: আফগান ক্রিকেটার রাশিদ খান ইতিহাস গড়লেন
দেখুন হট শর্ট ফিল্ম ‘হোম ডেলিভারি’