Breaking News
Home / বিনোদন / এই অভিনেত্রীর ১৩ কোটি টাকার আংটি খসে পড়ল আঙুল থেকে

এই অভিনেত্রীর ১৩ কোটি টাকার আংটি খসে পড়ল আঙুল থেকে

সবার খবর, বিনোদন ডেস্ক: প্রায় ১৩ কোটি টাকার আংটি খসে পড়ল অভিনেত্রীর আঙুল থেকে? বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, চলুন জেনে নিই আসলে কি ঘটেছে তার সাথে।
প্যারিশ হিলটন। তখন তিনি মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের পার্টিতে উচ্ছ্বল। প্যারিশ একজন জনপ্রিয় মার্কিন টেলিভিশন নক্ষত্র। তার আংটির দাম ২০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় দেখলে দাম প্রায় তেরো কোটি রুপী। ওই নাইট ক্লাবে কি এমন অবস্থায় ছিলেন প্যারিশ, যে হাত থেকে ১৩ কোটি টাকার আংটি খসে পড়ে গেল অথচ টেরই পেলেন না তিনি!
মার্কিন অভিনেত্রী
‘পেজ সিক্স’ নামে একটি ম্যাগাজিন খবরটি প্রকাশ্যে এনেছে। ওই ম্যাগাজিনের দাবি, প্যারিশ হিলটন নাকি ডান্সের সময় তার হাত দুটি ওপরে তুলেছিলেন। তখনই আংটিটি প্যারিশের হাত থেকে খসে পড়ে।
প্যারিশ হিলটন
পরে অবশ্য সিনেমার ভঙ্গিতেই আংটিটি উদ্ধার করে প্যারিশকে ফিরিয়ে দেন, ওর বয়ফ্রেন্ড ক্রিশ যিলকা। ততক্ষণে প্যারিশের চোখের জল বাঁধ ভেঙেছে। ওই নাইট ক্লাবে উপস্থিত অন্যান্যরা তো হঠাৎ এমন পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েন। পরে প্রিয় মানুষের থেকে আংটিটি ফিরে পেয়ে প্যারিশ উচ্ছ্বসিত হয়ে পড়েন। তিনি জানান, আংটিটি নাকি তার আঙুলের চাইতে বড়ো ও ওজন বেশি ছিল।
আরও পড়ুন: ধনী ব্যক্তির মেয়ে কেমন হয় দেখতে? ছবিগুলো দেখুন

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *