Home / বিজ্ঞান ও প্রযুক্তি / এই আবিস্কার স্মার্টফোনের দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে।

এই আবিস্কার স্মার্টফোনের দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে।

সবরা খবর, টেক ডেস্ক: আমেরিকাতে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-তে এমন স্মার্টফোন উপস্থাপন করা হলো, যা স্মার্টফোনের দুনিয়াই আলোড়ন ফেলে দিয়েছে। মোবাইলটির শোকেশ ট্রান্সফর্মার মতো রুপ বদলে ড্রোন হয়ে যাবে। এবং তারপরেই আপনি আপনার ইচ্ছে মতো সেল্ফি নিতে পারবেন।
মোবাইল
এই ফোনটি তৈরি করেছে SELFY CAMERA LLC নামের কোম্পানি। কোম্পানিটি ঐ শোয়ের সময় সুন্দর ডেমো দেখিয়েছে। ড্রোন ক্যামেরা সেটটিতে আছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সাথে 1080P ফুল এইচডি ভিডিও রেকর্ডিংও সম্ভব। এই ড্রোন ক্যামেরা কেসটি মার্চ বা এপ্রিল মাস থেকে অ্যামাজনে উপলব্ধ হবে।
আরও পড়ুন: Vivo V7 24 মেগাপিক্সেল ফোনের দাম অনেক কমে গেলো

Check Also

চীনের সূর্য

কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে

সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *