সবার খবর,বিনোদন ডেস্ক: মহেন্দ্রা সিং ধোনির এমনিতেই ফ্যান ফলোয়ার কম নেই সারা পৃথিবিতে। তার সাথে এক সুপারস্টারের নাম যুক্ত হলো। যখন সাউথের সুপারস্টার রজনীকান্ত নিজেকে ধোনির ফ্যান বলে দাবি করেন।
এক অনুষ্ঠানে রজনীকান্তকে জিজ্ঞাসা করা হয়েছিলো আপনি ক্রিকেট দেখেন? উনি বলেছিলেন ভারতীয় ক্রিকেট টিমের খেলা আমি ছোটো বয়স থেকে দেখি। তার পরেই উনাকে প্রশ্ন করা হয় যেকোনো একটি ফেভারিট প্লেয়ারের নাম করতে, তখনই তিনি মহেন্দ্রা সিং ধোনির নাম নেন।
আরও পড়ুন: দঃ আফ্রিকার কাছে নয় সৌরভের কাছে বিরাটের হার
Check Also
Video: ফটোশুটের সময় মডেলের সঙ্গে শুকর যা করলো
সবার খবর, ওয়েব ডেস্ক: বাহামাসে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। …