সবার খবর,বিনোদন ডেস্ক: মহেন্দ্রা সিং ধোনির এমনিতেই ফ্যান ফলোয়ার কম নেই সারা পৃথিবিতে। তার সাথে এক সুপারস্টারের নাম যুক্ত হলো। যখন সাউথের সুপারস্টার রজনীকান্ত নিজেকে ধোনির ফ্যান বলে দাবি করেন।
এক অনুষ্ঠানে রজনীকান্তকে জিজ্ঞাসা করা হয়েছিলো আপনি ক্রিকেট দেখেন? উনি বলেছিলেন ভারতীয় ক্রিকেট টিমের খেলা আমি ছোটো বয়স থেকে দেখি। তার পরেই উনাকে প্রশ্ন করা হয় যেকোনো একটি ফেভারিট প্লেয়ারের নাম করতে, তখনই তিনি মহেন্দ্রা সিং ধোনির নাম নেন।
আরও পড়ুন: দঃ আফ্রিকার কাছে নয় সৌরভের কাছে বিরাটের হার
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …