সবার খবর, বিনোদন ডেস্ক:নতুন বাংলা ছবি আলিনগরের গোলোকধাঁধাঁর ট্রেলারে মুর্শিদাবাদের কাটরা মসজিদ দেখা গেল। সিনেমাটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভাট্টাচার্য্য, কৌষিক সেন, পার্ণো মিত্র, পরান বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে। আলিনগরের গোলোকধাঁধাঁ পরিচালনা করেছেন সায়োনতন ঘোষাল। মিউজিক দিয়েছেন মেমো। ছবিটি ১৬ মার্চ মুক্তি পাবে। ছবির কলাকুশলিরা খুবই আত্মবিশ্বাসি ছবিটি নিয়ে।
এবং সোস্যাল মিডিয়াতে ছবিটির ট্রেলার খুবই নাম কুড়িয়েছে। দেখা যাক সিনেমা হলে গিয়ে এই বাংলা ছবিটি দেখার পর দর্শকদের মন ভরে কি না?
আরও দেখুন: ঘরে এ্যান্ড বাইরে সিনেমার এই গানটি সবার মন ছুঁয়ে গেল
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …