Home / জানা অজানা / এই মডেলকে বিয়ে করলে ৬৫ কোটি টাকার সম্পত্তি পাবেন: দেখুন আর কি শর্ত আছে

এই মডেলকে বিয়ে করলে ৬৫ কোটি টাকার সম্পত্তি পাবেন: দেখুন আর কি শর্ত আছে

সবার খবর, ওয়েব ডেস্ক: বিয়ে তো অনেকই দেখেছেন। কিন্তু এই বিয়েটি সম্পূর্ণ বিচিত্র ধরনের বিয়ে লাগতে পারে আপনাদের কাছে। এই মহিলা বিয়ে করতে চান এক ভারতীয়কে। শুধু বিয়েই নয়। সেই স্বামীর হাতে বড় ধরনের সম্পদও তুলে দিতে চান এই মডেল।
মডেল
যে সুন্দরী মডেলের কথা বলছি তিনি রাশিয়ার বাসিন্দা। তার নাম এনা। উল্লেখ্য এনা পৃথিবীর সবচাইতে প্লাস সাইজ মডেল। অর্থাৎ মডেল জগতে তার ওজনই সব চাইতে বেশি। রাশিয়াতে তার পরিচিতিও কম নয়। এই রাশিয়ান মডেল জীবনে অনেক ইনকাম করেছেন মডেলিং দুনিয়া থেকে। এনার কাছে প্রায় ৬৫ কোটি টাকার সম্পদ রয়েছে। এনা বলেছেন, তিনি একজন ভারতীয় পুরুষকে বিয়ে করতে চান। কেউ যদি রাজি হয় তবে তার সম্পদের পুরোটাই লিখে দিবেন ওই ছেলের নামে। এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হচ্ছে বর্তমান সময়ে।
এনা
মডেলিং জগতের মহিলারা সাধারণত বিভিন্ন ধরনের পোষাক পরতে ভালোবাসেন কিন্তু এনার ক্ষেত্রে সেটা হয় না। তিনি যা পরতে চান তা খুঁজে পাওয়াই মুশকিল মার্কেটে। তাই অর্ডার দিয়ে পোষাক তৈরি করতে হয় এনার জন্যে।
আরও পড়ুন: আলিয়া ভাটকে চুমু খাওয়ার কথা ভোলার নয়: অর্জুন কাপুর

Check Also

আইএএস অফিসার

অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার

সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *