Home / জাতীয় / এই সব রাজ্যে আজ রাতে আসতে পারে ঝড় । সতর্ক হোন আপনিও

এই সব রাজ্যে আজ রাতে আসতে পারে ঝড় । সতর্ক হোন আপনিও

সবার খবর, ওয়েব ডেস্ক: আবহাওয়া দপ্তর গত সপ্তাহে সতর্কতা জারি করেছিল। তার পর আবহাওয়া তার তান্ডবলীলা দেখায়। ফলে অনেক মানুষের প্রাণহানীর ঘটনা ঘটে। পুনরায় আবহাওয়া দপ্তর সতর্ক করে। ফলে গতকাল রাত ১১:২০ তে ৭০ কিলোমিটার বেগে ঝড় ঝোড়ো হাওয়া বয়ে যায় দিল্লি এনসিআর এলাকার মধ্যে দিয়ে। কিছু কিছু যায়গায় বিদুৎ এখনও আসেনি, যত্রতত্র গাছ ভেঙে পড়ে আছে, অল্প পরিমাণে বৃষ্টিও লক্ষ্য করা যায়।
ঝড়
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ি আজ রাতে দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, হিমাচল, পশ্চিম ইউপির কিছু কিছু যায়গায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সতর্কতা মূলক ব্যাবস্থা হিসেবে উত্তর প্রদেশের নয়ডাতে স্কুল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কিছুদিন এইসব অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে হবে। যদিও পশ্চিম বঙ্গে এখনও এধরনের কোনো পূর্বাভাসের ইঙ্গিত নেয়।
আরও পড়ুন: দুই ব্যাক্তি চলন্ত বিমানে ঢুকে পড়লো আকাশ পথেই ! দেখুন ভিডিও

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *