প্রীতি দেব,ঢাকা: শাম্মী তুলতুল। একজন ঔপন্যাসিক, গল্পকার ও শিশু সাহিত্যিক। তার লেখায় সমাজ সচেতন করার এক শক্তি দেখা যায়। যার মাধ্যমে সমাজের সবার টনক নড়ে।শাম্মীর লেখায় ফুটে ওঠে মুক্তিযুদ্ধ, বাল্য বিবাহ, প্রেম…। শিশু সাহিত্যেও নিজের জায়গা ইতিমধ্যে-ই পাকা করে নিয়েছেন এই তরুণ লেখক। যার জন্য তিনি বেস্ট সেলারের তালিকায় আছেন। তাছাড়া দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজস্র মানুষের ভালোবাসা। তার জন্ম বাংলাদেশের চট্টগ্রাম শহরে। শাম্মী তুলতুলের পরিবারটিও অনেক সুন্দর।একটা সাহিত্য সাংস্কৃতিক, রাজনৈতিক, উচ্চশিক্ষিত, অভিজাত ও মুক্তিযোদ্ধা পরিবারে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকে পরিবারের সবাইকে একদিকে যেমন দেখেছেন রাজনীতিতে অংশ গ্রহণ করতে। আবার অন্যদিকে দেখেছেন, সমান তালে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে অংশগ্রহণ করতে। তাই ‘লেখালেখি শাম্মীর রক্তে ,মুক্তিযুদ্ধ তার চেতনায়’। পরিবার থেকে অনুপ্রাণিত ও নিজের ইচ্ছাশক্তির বলে ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি।
স্বরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার জেতেন শিশু বয়সেই। সেই থেকে একযুগের চাইতেও বেশি একযোগে দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, সমকাল, যুগান্তর সহ দেশের বিখ্যাত আঞ্চলিক,জাতীয় দৈনিক ,মাসিক ও দেশের বাইরের ভিবিন্ন পত্র পত্রকায় লিখে চলেছেন এই তরুণ লেখক। এই পর্যন্ত তার আটটি বই বের হয়েছে। তার মধ্যে মুক্তিযুদ্ধের ওপর লিখিত বই ‘চোরাবালির বাসিন্দা’, বাল্য বিবাহের ওপর লিখিত ‘বই পদ্মবু’, ‘গণিত মামার চামচ রহস্য’, ‘নানটু-ঝানটুর বক্স রহস্য’ , ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ তার উল্লখেযোগ্য বই। লেখালেখি ও পড়াশোনার পাশাপাশি তিনি চট্টগ্রাম টেলিভিশনে আবৃত্তি ও চট্টগ্রাম বেতারে অনুষ্ঠান গ্রন্থনা করে থাকেন নিয়মিত ভাবে। তাছাড়া তিনি জাতীয় পাঠাগার আন্দোলনের অ্যাম্বাসেডর ও ক্যাবিনেট পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবেই।। এবারের ২১ শে বই মেলায় তার তিনটি বই প্রকাশিত হতে যাচ্ছে। উপন্যাস ‘মনজুয়ারি’। একটি অসম্পূর্ণ প্রেম কাহিনী। অভিশপ্ত ভালোবাসার করুণ পরিনতি। এই বইটি বের করছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। স্টল প্যাভিলিয়ন ১৩। আর দুটো শিশু _কিশোরদের বই। একটি ‘দৈত্য হবে রাজা’।এটি বের করছে য়ারোয়া প্রকাশনী ।প্রচ্ছদ করেছেন সোহাগ পারভেজ। স্টল নাম্বার ৬৬৩। আর ‘ভূত যখন বিজ্ঞানী’ বইটি বের হচ্ছে প্রতিভা প্রকাশ থেকে। স্টল নাম্বার ৪৯৪,৪৯৫।
আরও পড়ুন: রবিবারের ছোটগল্প
Check Also
অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার
সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …