সবার খবর নিউজ ডেস্ক: তেল কোন দেশের না দরকার! তাই আমেরিকা চেয়েছিল উত্তর কোরিয়াকে তেল না দিয়ে কোনঠাসা করতে । কিন্তু তলে তলে চিন তেল সরবরাহ করছে উত্তর কোরিয়াতে একথায়ই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘চিনের এমন ব্যবহারে আমি বিস্মিত’ বলেন ট্রাম্প । তিনি আরও জানান, ‘এভাবে চিন যদি উত্তর কোরিয়াকে তেল সরবরাহ করতে থাকে তাহলে সমস্যার শন্তিপূর্ণ সমাধান কোনোভাবেই সম্ভবপর নয়’।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘ যে প্রতিবন্ধকতা দিয়েছিল তা ভাঙার অভিযোগ চিনের উপর বার বার আসছিল। কিন্তু চিনও সেই অভিযোগ সবসময়ই অস্বীকার করে এসেছে ।
দক্ষিণ কোরিয়ার এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক রির্পোটে জানিয়েছেন, স্যাটেলাইটে ধরা পড়েছে চিনের তেল সরবরাহের ছবি ।
আরও পড়ুন: উত্তর কোরিয়াকে নিয়ে আমেরিকার ভয় ? আবার ইউটার্ন !
Check Also
করোনা আক্রান্ত ট্রাম্প হঠাৎ হাসপাতালের বাইরে, ঝুঁকিতে অন্যরা
করোনা আক্রান্ত ট্রাম্প চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হাসপাতালের বাইরে গিয়ে বিতর্কের জন্ম দিলেন।বিষয়টকে পাগলামি বলে অবহিত …