Breaking News
Home / জাতীয় / ৬৮ বছরের কংগ্রেস নেতার স্ত্রী নায়িকার মতো দেখতে

৬৮ বছরের কংগ্রেস নেতার স্ত্রী নায়িকার মতো দেখতে

সবার খবর, ওয়েব ডেস্ক: দিগ্বীজয় সিং একজন দুধে রাজনৈতিক। কংগ্রেসের উচ্চসারির নেতাগুলোর মধ্যে একজন। এই দিগ্বীজয় সিংয়ের স্ত্রীর নাম অমৃতা অরোরা। অমৃতা অরোরা একজন নিউজ অ্যাংকার। চলুন জেনে আসি দিগ্বীজয় সিংয়ের স্ত্রী অমৃতা অরোরার ব্যপারে। গত বছর দিগ্বীজয় সিং বিয়ে করেন অরোরাকে।
অমৃতা অরোরা
অমৃতা দিগ্বীজয়ের দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে তার প্রথম স্ত্রী মারা যান। তারপর দিগ্বীজয় সিং দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে সম্মতি দেন। প্রথম স্ত্রীর চারটি মেয়ে এবং একটি ছেলে ছিল।
অমৃতা
দিগ্বীজয়ের বয়স ৬৮ বছর এবং তার স্ত্রী অমৃতার বয়স ৪৪ বছর।
দিগ্বীজয়ের স্ত্রীঅমৃতা এবং দিগ্বীজয়
মানুষ যখন তাদের দুজনের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে থাকে তখন অমৃতা রাও জানান, এই বিয়ে একে অপরকে ভালোবাসার ফল। রিপোর্ট অনুযায়ী, অমৃতা অরোরা বিবাহিত ছিলেন কিন্তু দিগ্বীজয়কে ভালোবাসার কারনেই প্রথম স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।
Read More: মৃত্যু বেড়ে ৯: ভারতে ছড়াচ্ছে মারণ নিপাহ ভাইরাস সাবধান হোন এক্ষুণি

Check Also

সড়ক পরিবহন আইন

সড়ক পরিবহন আইন – দুর্ঘটনা হলেও ক্ষতিপূরণ পাবেন না যাত্রী

সড়ক পরিবহন আইন – নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *