সবার খবর, ওয়েব ডেস্ক: দিগ্বীজয় সিং একজন দুধে রাজনৈতিক। কংগ্রেসের উচ্চসারির নেতাগুলোর মধ্যে একজন। এই দিগ্বীজয় সিংয়ের স্ত্রীর নাম অমৃতা অরোরা। অমৃতা অরোরা একজন নিউজ অ্যাংকার। চলুন জেনে আসি দিগ্বীজয় সিংয়ের স্ত্রী অমৃতা অরোরার ব্যপারে। গত বছর দিগ্বীজয় সিং বিয়ে করেন অরোরাকে।
অমৃতা দিগ্বীজয়ের দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে তার প্রথম স্ত্রী মারা যান। তারপর দিগ্বীজয় সিং দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে সম্মতি দেন। প্রথম স্ত্রীর চারটি মেয়ে এবং একটি ছেলে ছিল।
দিগ্বীজয়ের বয়স ৬৮ বছর এবং তার স্ত্রী অমৃতার বয়স ৪৪ বছর।
মানুষ যখন তাদের দুজনের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে থাকে তখন অমৃতা রাও জানান, এই বিয়ে একে অপরকে ভালোবাসার ফল। রিপোর্ট অনুযায়ী, অমৃতা অরোরা বিবাহিত ছিলেন কিন্তু দিগ্বীজয়কে ভালোবাসার কারনেই প্রথম স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।
Read More: মৃত্যু বেড়ে ৯: ভারতে ছড়াচ্ছে মারণ নিপাহ ভাইরাস সাবধান হোন এক্ষুণি
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …