প্রয়াত হলেন কবি বিকাশ কুমার সরকার। গতকাল নদিয়া জেলা বইমেলাতে মঞ্চে অকস্মাৎ হৃদ রোগে আক্রান্ত হন তিনি। এবং মুহুর্তের মধ্য ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কবি বিকাশ সরকার । তিনি সাম্প্রতিক বহু সাময়িক পত্রিকায় একনিষ্ঠ লেখক ছিলেন। বেশ কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের প্রণেতা বিকাশ এর মৃত্যুতে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিকাশ স্ত্রী,শিশু সন্তান সহ বহু কবিতা বন্ধু রেখে গেলেন।
আরও পড়ুন: রবিবারের আড্ডায় কবিতার সকাল
Check Also
নোয়াখালীর ধর্ষণ ঘটনার মতো গোপালগঞ্জে ধর্ষন ও ভিডিও ধারন
ধর্ষন ও ভিডিও ধারন – নোয়াখালীতে বিবিস্ত্র করে নারী নিপীড়নের রেশ এখনো কাটেনি এরি মধ্যে …