প্রয়াত হলেন কবি বিকাশ কুমার সরকার। গতকাল নদিয়া জেলা বইমেলাতে মঞ্চে অকস্মাৎ হৃদ রোগে আক্রান্ত হন তিনি। এবং মুহুর্তের মধ্য ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন কবি বিকাশ সরকার । তিনি সাম্প্রতিক বহু সাময়িক পত্রিকায় একনিষ্ঠ লেখক ছিলেন। বেশ কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের প্রণেতা বিকাশ এর মৃত্যুতে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিকাশ স্ত্রী,শিশু সন্তান সহ বহু কবিতা বন্ধু রেখে গেলেন।
আরও পড়ুন: রবিবারের আড্ডায় কবিতার সকাল
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …