Home / বিজ্ঞান ও প্রযুক্তি / কম দামি মোবাইলটির ২২ দিন চলবে ব্যাটারি !

কম দামি মোবাইলটির ২২ দিন চলবে ব্যাটারি !

সবার খবর, টেক ডেস্ক: এই ফোনের ব্যাটারি এবং স্পেসিফিকেশান শুনলে চমকে যাবেন। কি করে এতো কম দামে ফোনটি গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে আমেরিকার নাম করা কম্পানি ইনফোকাস(infocus)। চলুন জেনে নিই সেই অবাক করা মোবাইলটি সম্পর্কে কিছূ কথা। মঙ্গলবার ভারতে লঞ্চ করেছে ইনফোকাস কোম্পানির বিংগো-৩ নামের একটি মোবাইল হ্যান্ডসেট। যার দাম ৬৯৯৯ টাকা। এই ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে যা র এ্যাসপেক্ট রেশিও ১৮:৯। বিংগো-৩ তে পিছনে আছে দুটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আছে অটো জুমিং লেন্স। অন্য ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের যাতে ১২০ ডিগ্রী ওয়াইড এ্যাঙ্গেল লেন্স থাকবে।
কম দামের মোবাইল
ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এতে ১.৩ গিগাহার্য এমটিকে ৬৭৩৭এইচ প্রসেসার আছে। ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল মেমোরি আছে যা চাইলে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। আর এতে ৪০০০ এ্যাম্পিয়ারের ব্যাটারি লাগানো আছে। ইনফোকাসের বক্তব্য, ‘ফুল চার্জে ২২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মুডে চলবে আপনার মোবাইল সেট’।
আরও পড়ুন: ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইলের দাম মাত্র ৩৪৯৯ টাকা

Check Also

চীনের সূর্য

কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে

সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *