সবার খবর, হেলথ ডেস্ক: কাজু বাদাম একটি ড্রাই ফ্রুট। যা খেতে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করে। কাজু বাদামের উপকারিতা সম্পর্কে নিশ্চয় আপনারা কিছু না কিছু শুনেছেন। কিন্তু কাজু বাদাম সম্পর্কে আজ যা শুনবেন তা হয়তো আপনি নাও জানতে পারেন।
১. কাজু একটি বীজ। যার রঙ প্রথম বা কাচা অবস্থায় সবুজ থাকে।
২. কাজু বাদামের চাষ সাধারণত পূর্ব ব্রাজিলে হয়।
৩. ভারতবর্ষে কাজু বাদামের চাষ ২০১৫ সালে ৭৩৮৮৬১ টন হয়েছিলো।
৪. প্রথম ১৫৫০ সালে পর্তূগালের মানুষ কাজু বাদামের চাষ শুরু করে।
৫. কাজু বাদামের গাছ ১৪ মিটার পর্যন্ত লম্বা হয়। এবং দেখতেও খুব সুন্দর হয়।
৬. কাজু বাদাম থেকে অনেক ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়।
Check Also
অটো চালকের ছেলে ভারতের কম বয়সী আইএএস অফিসার
সবার খবর, ওয়েব ডেস্ক: আইএএস অফিসার হওয়া এই দেশের লক্ষ লক্ষ তরুণদের স্বপ্ন। এর জন্য …