কান্দিপাড়া ফয়জুল উলুম মাদ্রাসায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাউজানের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কান্দিপাড়া আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসায় কুরবানির ফাযায়েল ও মাসায়েল নিয়ে প্রতিযোগিতা মূলক শীর্ষক সেমিনার এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাএদের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কান্দিপাড়া ফয়জুল উলুম মাদ্রাসায় কুরবানী উপলক্ষেশিক্ষা সেমিনার অনুষ্ঠিত
২৫ শে জুন রবিবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু বিকাল ৩ টা পর্যন্ত সেমিনার চলতে থাকে। উক্ত সেমিনারে আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ ও নাজেরা এবং কিতাব বিভাগের সকল ছাত্রবৃন্দরা হামদ্, নাত, গজল, পরিবেশন করেন। এছাড়াও কুরবানির ফাযায়েল, মাসায়েল ও তাৎপর্য বিষয়ক আলোচনা সহ ঈদুল আজহার খুৎবা, বাংলা ও ইংরেজি প্রবন্ধে আলোচনা করেন।
আরো পড়ুনঃ বাংলা কবিতা
উক্ত শীর্ষক সেমিনারে ছাত্রদের প্রতিযোগিতা মূলক হামদ্, নাত, গজল, ও কুরবানির বিষয়ক আলোচনা গুলো কে সামনে রেখে বিভিন্ন বিষয় গুলোর উপর নাম্বার প্রধান করার জন্য সম্মানিত বিচারকগণ উপস্থিত ছিলেন। প্রত্যকটি বিষয়ের উপর দুইজন করে বিচারক ছিলেন, পরে সেমিনার সমাপ্তিতে প্রতিটি বিষয়েয় নির্ধারিত বিচাররক গণের নাম্বার সমন্বয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে।
সাম্মনিত বিচারক বৃন্ধদের থেকে জানা যায়, শীর্ষক সেমিনারে অংশগ্রহণ কারী সকল ছাএ ভালো নাম্বার অর্জন করেছেন। এরকম আয়োজনের ধারা ছাএদের সাহস যোগাই, আমরা চাই আগামীতে আমাদের ছাএরা বিভিন্ন ইসলামিক সম্মেলনে সামাজিক কার্যক্রমে আলোচনা পেশ করতে পারবে।
আরো পড়ুনঃ বাংলা নিউজ
সেমিনার শেষেই উত্তির্ন ছাএ দের কে পুরুষ্কার বিতরণ করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মাদ্রাসায় নির্বাহী পরিচালক ক্বারী মাওলানা শহিদুল্লাহ সাহেব। আরো উপস্থিত ছিলেন অএ মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্ধ মাওলানা ফোরকান সাহেব, মাওলানা আবদুল গফুর সাহেব, মাওলানা নুর হোসাইন সাহেব, মাওলানা শওকত ওসমান সাহেব, মাওলানা আবদুল্লাহ সাহেব, মুফতি নোমান সাহেব,মাওলানা আজিজুল্লাহ সাহেব,মাওলানা মোজাহিদ সাহেব,মাওলানা হাফেজ ওমর ফারুক, হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ সাহেব, মাওলানা আলমগীর সাহেব, পরে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
One comment
Pingback: মুসাইদাহ ফাউন্ডেশনের ভিন্নধর্মী ঈদ মেহমানদারী » সবার খবর