সবার খবর আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সচেতন হতে হবে বলে হুমকি দেন।তিনি বলেন, তার দেশের পরমাণু শক্তি এখন একটি বাস্তবতা, এটি কারও জন্যে হুমকি নয়। কিমের নববর্ষের ভাষণে ছিল মৃদু হুমকির সূর। ফেব্রুয়ারি মাসে দক্ষিণে শুরু হওয়া শীতকালীন অলিম্পিকে সফলতার আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলেন তিনি। সম্ভবত উত্তর কোরিয়া ঐ অলিম্পিকে অংশগ্রহন করতে যাচ্ছে।
কিম, একটি পশ্চিমা ধূসর রঙের টাই ও কোর্ট পরে জাতির উদ্দেশ্যে ভাষন দিতে এসেছিলেন। তিনি বলেন, আমরা সম্পূর্ন পারমানবিক শক্তিধর দেশে রুপান্তরিত হয়েছি । এটি একটি জাতির ঐতিহাসিক অর্জন। এর সাথেই যোগ করে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রকে জানা উচিত পারমাণুর বোতামটি আমার টেবিলেই রয়েছে । “যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের সমগ্র এলাকা আমাদের পারমাণবিক স্ট্রাইক রেঞ্জের মধ্যে রয়েছে … যুক্তরাষ্ট্র আমার এবং আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে না।”
ভাষণকালে কিম উত্তর কোরিয়ার অর্থনৈতিক সাফল্য সম্পর্কে জোর দিয়েছেন এবং দেশটির জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বরাপ করেছেন।
আরও পড়ুন: বাংলা ছবি টোটাল দাদগিরি ট্রেলার দেখুন প্রথমে
Check Also
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে
নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …