সবার খবর, নিউজ ডেস্ক: রাজস্থানের বুন্দি জেলার কৃষকদের প্রতিবাদের ভাষা অভিনব তা বলাই যায়। তাদের অভিযোগ অনেক বার প্রশাসনের দ্বারস্ত হওয়ার পরও আমদের কে সেচের জলের ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে জলের অভাবে জমির ফসল জমিতেই নষ্ট হচ্ছে। তাই আমাদেরকে বাধ্য হয়েই এই অভিনব প্রতিবাদের ভাষা বেছে নিতে হয়েছে।
একদিকে যখন কেন্দ্র সরকার কৃষকের আয় বাড়ানোর কথা বলছেন অন্যদিকে গাছে ঝুলে প্রতিবাদ করতে হচ্ছে সাধারন কৃষককে।
বুন্দি জেলার ছাপড়দা গ্রামের কৃষকরা গত পাঁচ দিন যাবৎ প্রশাসনের বিরুদ্ধে এই অভিনব প্রতিবাদ দেখিয়ে আসছেন। আন্দোলন রত কৃষকরা সরকারের মনযোগ আকৃষ্ট করার জন্যে শুধু গাছে ঝুলছেন না। আরও বিভিন্ন ভাবে প্রতিবাদ করছেন। কখনও ঘাঁস খেয়ে, কখনও মুরগি সেজে আবার কখনও মহিষের সামনে বীণ বাজিয়ে।
আরও পড়ুন: আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসের কালো চাদরে মুড়ে যাচ্ছে !
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …