Home / জাতীয় / কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনে রাজ্যে নামাতে চায় আধাসেনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনে রাজ্যে নামাতে চায় আধাসেনা

সবার খবর, নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যে নামাতে চাইল আধাসেনা। রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাণিগঞ্জ। সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রিপোর্ট তলব করলো রাজ্যের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রক এক চিঠিতে রাজ্যকে লিখেছে, আমাদের আধাসেনা সব সময় প্রস্তুত যেকোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্যে।
রাণিগঞ্জ
উল্লেখ্য গত সোমবার রাম নবমীকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে রাণিগঞ্জে। এই সংঘর্ষে বেশ কিছু মানুষ আহত এবং একজন নিহত হন। এক পুলিশ অফিসারের হাতে বোমা লাগে। পরবর্তীতে রাজ্য প্রশাসন সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ওইখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেন। আপাতত শান্ত রাণিগঞ্জ। স্বাভাবিক ছন্দে ফিরেছে। খুলেছে বাজার ও দোকানপাট।
তবে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠিতে এও উল্লেখ করেছে যেহেতু আইন শৃঙ্খলা সমস্তটাই রাজ্যের আওতাই। তাই রাজ্য সরকারকেই ঠিক করতে হবে, রাজ্য সরকার আধাসেনা নামাবে কিনা।
আরও পড়ুন: ভারতের মন্ত্রীদের নামের তালিকা 2018

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *