সবার খবর, ওয়েব ডেস্ক: কেরালার বন্যা পীড়িতদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে অবমাননাকর মন্তব্য করেন রাহুল চেরু পালায়াট্টু নামের এক ব্যাক্তি। তিনি ওমানে একটি কোম্পানিতে কাজ করেন। মন্তব্য করার পর রাহুলকে কোম্পানি থেকে বরখাস্ত করতে দেরি করেনি কর্তৃপক্ষ। রাহুলও কেরালার বাসিন্দা। সংযুক্ত আরব আমির শাহীর কোম্পানি লুলু গ্রুপ অফ ইন্টারন্যাশনাল-এ কেশিয়ারের দায়িত্ব সামলে আসছিলেন রাহুল। কোম্পানির মালিকও কেরালার বাসিন্দা। তিনি এমএ ইউসুফ আলি। যিনি কেরালার বন্য পীড়িতদেরকে ৯০.২৩ লক্ষ দিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭.৫ কোটি টাকা দান করেন।

রাহুল আবহাওয়া বুজতে পেরে সঙ্গে সঙ্গে একটি ভিডিও পোস্ট করে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, যা আমি করেছি তার জন্য ক্ষমা চাইছি। আমার দ্বারা বড়ো ভুল হয়ে গেছে। আমি যখন মন্তব্য করি তখন আমি নেশাগ্রস্থ অবস্থায় ছিলাম। লুলু গ্রুপের চিফ কমিউনিকেশান অফিসার নন্দ কুমার বলেন, আমরা সব সময় মানুষের মানবিকতার দিকটি খেয়াল রাখি। বরখাস্ত করার ফলে সমাজেও একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: বিজেপির হয়ে ব্যাট ধরার অপেক্ষায় এই ভারতীয় ক্রিকেটার?