সবার খবর, নিউজ ডেস্ক: কেরালার মুখ্যমন্ত্রী বিধানসভাতে বলেছেন রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘ এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সংগঠনগুলিকে নিষিদ্ধ করার জন্য। মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাড়িয়ে বলেন, প্রয়োজনে তিনি বিল আনতেও প্রস্তুত। তিনি আরও বলেন, আরএসএস এবং পিএফআই বেআইনি ভাবে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে।
একথা শোনার পর বাব রাম দেবে খুব চটেছেন এই বাম নেতার ওপর। তিনি বলেন, আরএসএস দেশের ক্ষতি হবে এমন কোনো কাজ করবে বলে আমার মনে হয় না। তারা নিজেদের আত্মরক্ষার কৌশল শেখায়। এটা বেআইনি অস্ত্র প্রশিক্ষন নয়। রাম দেব আরও বলেন, আমি আরএসএস-এর নেতাদের ভালো মতো জানি। তারা কোনো সন্ত্রাসী বা নক্সাল সংগঠন নয়।
আরএসএস একটি জাতীয়তাবাদী সংগঠন। দেশ ভাঙার জন্যে নয় দেশ গড়ার জন্যে আরএসএস কাজ করে।
কেরালার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি এবং আরএসএস রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্ট করার চেষ্টা করছে।
আরও পড়ুন: পদ্মাবত নিয়ে বিজেপির মুখ পুড়লো সামনে এলো ভয়ানক ভিডিও
Check Also
শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি
কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …