Breaking News
Home / আন্তর্জাতিক / উত্তর কোরিয়াকে নিয়ে আমেরিকার ভয় ? আবার ইউটার্ন !

উত্তর কোরিয়াকে নিয়ে আমেরিকার ভয় ? আবার ইউটার্ন !

কালকেই আমেরিকা বলেছিলো উত্তর কোরিয়ার সাথে আলোচনার প্রয়োজন । কালকের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী উল্টো সুর আজ গাইছে । আমেরিকার বিদেশ মন্ত্রনালয় আজ জানিয়েছে, উত্তর কোরিয়ার নীতির এখনও পরিবর্তনের লক্ষন দেখছিনা । আমেরিকার বিদেশ মন্ত্রী রেক্স টিলারসন বলেছিলেন বিনা শর্তে ওয়াশিংটন উত্তর কোরিয়ার সাথে আলোচনায় প্রস্তুত । ঠিক তার পরের দিন উল্টো সুর সোনা গেলো বিদেশ মন্ত্রনালয় থেকে ।
কিম
কিছু বিষেশজ্ঞ ব্যাখা করেছিলো আমেরিকা চাপে পড়েই এই সব কর্মকান্ড করছে । হয়তো তার জন্যেই ওয়াশিংটন তড়িঘড়ি ইমেজ বাচাতে মাঠে নেমে পড়লো ।
এরই মাঝে ট্রাম্পের সুরক্ষা উপদেষ্টা বলেছেন আলোচনার একমাত্র উদ্দেশ্য পরমাণু নীরস্ত্রকরণ । তিনি জেম্সটাউন ফাউন্ডেসান অনুসন্ধান-এর এক আনুষ্ঠানে আরও বলেন আমেরিকা উত্তর কোরিয়ার উপর চাপ বজায় রাখবে ঠিক আগের মতোই ।
আরও পড়ুন:উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি ভয়ানক:ইউএন

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *