Home / খেলার খবর / খেলাধুলার সর্বশেষ খবর – মাঠে ফিরছে দেশের ক্রিকেট

খেলাধুলার সর্বশেষ খবর – মাঠে ফিরছে দেশের ক্রিকেট

খেলাধুলার সর্বশেষ খবর – মাঠে ফিরছে দেশের ক্রিকেট – মাঠে ফিরছে বাংলাদেশের ক্রিকেট। তিন অধিনায়কের মর্যাদার লড়াই। তবে প্রতিদন্ধিতার দিক থেকেও বাড়তি আগ্রহ যোগ করেছে দীর্গদিন পর মাঠের ক্রিকেটে ফিরতে পারার আনন্দ। প্রথম ম্যাচে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের দলের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত একাদশ।

ব্যাটে বলে লড়াইটা হবে জমপেশ।একাধশে থাকা ক্রিকেটারদের নামগুলোই দিচ্ছে সে রকম আভাশ।নাজমুল হোসেন শান্তর দলটাকেও হেলাফেলা করা যাবেনা কোনভাবেই। সৌম্য সরকার ও আফিফ হোসেনদের সাথে সেখানে আছে সাইফ,তৌহিদ ও ইমনের মতো ইয়াং টাইগাররা।

আর অভিজ্ঞতার ঝুলি নিয়ে এই তরুনদের মাথার উপর ছাতা হিসেবে থাকবেন দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

প্রতিদিন খেলাধুলার সর্বশেষ খবর জানতে ভিজিট করুনঃ খেলাধুলার খবর

কিভিড পরিস্থিতির কারনে মাঠ কিংবা টিভিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন না সমর্থকরা।তামিম, মাহমুদুল্লাহ, শান্তদের চার ছক্কার লড়াই দেখা যাবে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

Check Also

bangladesh vs srilanka 2020

অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর

Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …