রিম্পা নাথ: কবি বুদ্ধদেব হালদার তাঁর এই প্রথম গ্রন্থ-সন্তানকে তাঁর মা ‘একটি পবিত্র গাছ, সন্ধ্যা হালদার’-কে উৎসর্গ করেছেন। প্রচ্ছদটি অসাধারণ,মন না জয় করার ফাঁক রাখেনা। তিনি নিজেকে একটি কবিতা লিখতে পারা গাছের সাথে তুলনা করেছেন। তাঁর ‘Destroyed’-এর “তোমার জন্য মুখ রগরাই সাদা পাতায় পাতায় সারাটা দিন ধরে” থেকে ‘যত আলোয় ওড়াউড়ি’-এর “রাত্রি পাল্টে শুই।মাথার ভিতর বিরহিনী প্রজাপতি ও এক বীতকাম কুকুরের হৃদ্য কেলেঙ্কারি” দারুণ মুগ্ধতা এনে দেয়। ৫৪টি কবিতার ডালি নিয়ে কবির প্রকাশ এই কাব্যগ্ৰন্থটিতে।বিশেষ করে তাঁর এক লাইনের কবিতাগুলি দাগ রেখে দেয় মনে। যেমন তিনি লিখেছেন, “কবিতা লিখব বলেই তো জন্মেছিলাম”। “আমার মৃত্যুর পরেও এভাবেই আমি কবিতা লিখে যাব”। হয়তো ব্যক্তিগত দুঃখ তাঁকে বারবার পিছনে ডেকেছে, তবুও কবিতার প্রতি আসক্তি তাঁকে সব বাঁধা ডিঙাতে সাহায্য করেছে।
২০১৮ ‘র কোলকাতা বইমেলায় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ “ইওহিপ্পাস ও একটি ক্ষেত্রফল” প্রকাশিত হয়েছে কবিতাপাক্ষিক থেকে। এই গ্ৰন্থটির মতো দ্বিতীয় কাব্যগ্রন্থটিও পাঠকের মনে গেঁথে যাবে আশা করি। নিঃসন্দেহে এই “গাছেদের bio-data” কাব্যগ্রন্থটি সকলের সংগ্ৰহ করার মতো।
কাব্যগ্রন্থ: গাছেদের bio-data
লেখক: বুদ্ধদেব হালদার
প্রচ্ছদ: বিভাবসু
প্রকাশক: কবিতাপাক্ষিক
আরও দেখুন: রবিবারের ছোটগল্প রং-বাজি লিখেছেন কৃষ্ণেন্দু পালিত