সবার খবর, নিউজ ডেস্ক: গুজরাট বিজেপি -র দুশ্চিন্তার কারন যেনো হয়েছেন হার্দিক প্যাটেল। তিনি বার বার একাই নড়িয়ে দিচ্ছেন গুজরাট সরকারের পায়ের তলার মাটি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এসেছিলেন পাটিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। সেখানেই বিজেপির চিন্তা বাড়িয়ে গেলেন। তিনি দাবি করেন গুজরাটের ১৫ জন বিধায়ক বিজেপি ছেড়ে তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন। যদি সত্যি এমন হয় তবে গুজরাট শুধু নয় সারাদেশে বিজেপির ওপর চাপ বাড়বে। আবার অপরপক্ষে ১৫ জন বিধায়ক সরকার থেকে বেরিয়ে এলে, গুজরাটে বিজেপি সরকার সংখ্যালঘু হয়ে পড়বে।
কারণ বিজেপির ঝুলিতে মাত্র ৯৯ টি বিধায়ক আছে। যেখানে ৯২ টি বিধায়কের প্রয়োজন হয় সরকার গড়তে। গত বিধানসভা নির্বাচনে এমনিতেই কুড়িটি আসন কম পায় বিজেপি।
হার্দিকের এমন বক্তব্যের পর বিজেপির ওপর মহলে কানাঘুষো চলছে, সত্যি কি এবার তাহলে বিজেপির হাত ছাড়া হতে চলেছে গুজরাট।
আরও পড়ুন: বিজেপির প্রবক্তা সাম্বিত পাত্রা বললেন “মোদি দেশের পিতা”