Home / জাতীয় / গুজরাতে বিজেপির ঘরে আগুন? মাঠের বাইরে খেলছে হার্দিক

গুজরাতে বিজেপির ঘরে আগুন? মাঠের বাইরে খেলছে হার্দিক

সবার খবর নিউজ ডেস্ক: গুজরাতে সদ্যই নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু বিশেষ সূত্রে খবর ঘরেই এবার ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে। উপ-মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল এখনও তার দায়িত্ব বুঝে নেননি। তাই অনেকেই মনে করছেন, এবার হয়ত দলের ভাঙন আসন্ন!
শোনা যাচ্ছে, বর্তমান সরকারের মন্ত্রক বন্টন ব্যবস্থা নিয়ে নিতিন খুশি নন। রাজ্যের পূর্বতন সরকারে প্যাটেলপন্থীদের হাতে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক। যেমন, অর্থ ও নগর-উন্নয়নের মতো মন্ত্রক।
এমন সময় আসরে গেম খেলতে নেমে পড়েছেন পাটিদার আমানত আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেল । হার্দিক ইশারায় বুঝিয়ে দিয়েছেন আমদের বা বিরোধীদের সঙ্গে বিদ্রোহী বিধায়কদের নিয়ে নিতিন ইচ্ছে করলে যোগ দিতে পারেন।
আবার কেউ কেউ মনে করছে ঘর ভাঙার সম্ভবনা একদমই ক্ষীণ ।
আরও পড়ুন: বেড়ালের গলায় ঘন্টা বেঁধে দিলো গুজরাট : মমতা

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *