গৃহবধূকে নির্যাতনের ঘটনা – নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনা তে ভুক্তভোগীর স্বামীও জড়িত বলে অভিযোগ করেছেন তার মেয়ে।ঘটনার রাতে মাকে নির্যাতনের সময় বাবার ভূমিকার সমালোচনা করেন তিনি।এদিকে এই ঘটনায় দায়ের করা আলাদা মামলায় আজ তিন আসামীকে রিমান্ডে নেওয়া হয়েছে।ধর্ষনের নতুন মামলা হয়েছে দেলোয়ার সহ দুজনের বিরুদ্ধে।
বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীকে নির্যাতনের ঘটনায় ওই এলাকা পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর জন প্রতিনিধি ও মানবাধিকার সংস্থার একাধিক টিম। ভিকটিম ও স্বজনদের সাথে আলাদা করে কথা বলেন তারা এই সময় ভিকটিমের মেয়ে ওই রাতে নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগ আনেন তার বাবার বিরুদ্ধে।
দুপুরে আদালতে এজহারভুক্ত আসামী সাজু ছাড়াও নতুন গ্রেফতার সোহাগ ও নুর হোসেন রাসেলকে হাজির করা হয় তদন্ত কর্মকর্তা আলাদাভাবে রিমান্ডের আবেদন করলে বিচারক সাজুকে ছয়দিন এবং সোহাগ ও রাসেলের দুইদিন করে পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
সূত্রঃ যমুনা টিভি