সবার খবর, বিনোদন ডেস্ক: ঘরে এ্যান্ড বাইরে সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে আগেই। এবার ঘরে এ্যান্ড বাইরে সিনেমার গান লঞ্চ হলো ইউটিউবে। এই রোমান্টিক গানটি সবার মন ছুঁয়ে গেছে। গানটি গেয়েছেন অনুপম রয় ও মোনালি ঠাকুর। ছবিটিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং কোয়েল মল্লিক। ছবিটি পরিচালনা করেছেন মৈনাক ভৌমিক। ঘরে এ্যান্ড বাইরে ছবিটি সুরিন্দার ফিল্মের ব্যানারে নির্মীত হয়েছে। এই বাংলা ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমা হল গুলিতে।
সিনেমোদি দর্শকরাও অপেক্ষা করে আছে অন্য ধারার এই বাংলা ছবিটি দেখার জন্য। এবার দেখার বিষয় দর্শকদের মন ভরাতে পারে কিনা ঘরে এ্যান্ড বাইরে।
আরও দেখুন: ট্রেলার দেখুন; যীশু কোয়েলের বাংলা ছবি ঘরে & বাইরে
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …