চট্টগ্রামের খবর – ইপিজেডের একটি গার্মেন্টেসের শ্রমিক ছিলো দুই কিশোরী কিন্তু করোনাকালীন সময়ে চাকরি হারিয়ে অসহায় হয়ে পরে তারা।মঙ্গলবার সন্ধ্যায় চাকরি দেওয়া নাম করে শওকত এবং রাকীব নামে দুইজন তাদের বাকলিয়ার একটি বাসায় আটকে রাখে।পরে তাদের জোরপূর্বক দেহব্যবসার চেষ্টা করা হলে তারা কৌশলে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগীতা চায়।
৯৯৯ ফোন দিয়ে ঠিকানা বলতে না পারায় উদ্ধারের জন্য তাদের শনাক্তে পুলিশকে বেশ বেগ পেতে হয়।পরবর্তীতে নানা কৌশল কাটিয়ে পুলিশ তাদের উদ্ধার করে।
উপ পুলিশ কমিশনার এম এম মেহেদী হাসান জানানঃ ব্যাপক চিরুনি অভিযানের মাধ্যমে মেয়ে দুটোকে উদ্ধার করতে সক্ষম হয়ে তার পাশাপাশি দুইজন অপরাধি যারা এই দুই কিশোরিকে বন্ধি করে রেখেছে তাদের আটক করতে সক্ষম হয়েছি।তাদের এই চক্রের সাথে আরো দুইজন জড়িত আশা করছি খুব তাড়াতাড়ি চক্রটিকে ধরতে সক্ষম হবো।
আরো পড়ুনঃ লাশের গাড়িতে ফেন্সিডিল ছড়িয়ে দেয়া হচ্ছে সারা দেশে – ভিডিও
এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আর দুই কিশোরির জবানবন্ধী নিয়েছেন মেট্রোপলিটন মেজিস্ট্রেট আবু সালেহ মুহাম্মদ নোমান।
সূত্র সময় টিভি।