Breaking News
Home / বিনোদন / চার দিন আগেই ‘টাইগার জিন্দা হে’ হাউজফুল ।

চার দিন আগেই ‘টাইগার জিন্দা হে’ হাউজফুল ।

যেদিন থেকে ‘টাইগার জিন্দা হে’ ট্রেলার রিলিজ হয়েছে সেদিন থেকে বিশেষজ্ঞরা বলছে এই ছবিটি অনেক ছবির রেকর্ড ভাঙতে চলেছে । আজ থেকে এই ছবির প্রি-বুকিং করা যাচ্ছে শেষ খবর আসা পর্যন্ত প্রথম দিন টাইগার জিন্দা হে হাউজফুল । সত্যিই কি তাহলে টাইগার জিন্দা হে অনেক রেকর্ড ভাঙবে ?
tiger
এখনওতো চার দিন বাকি আছে রিলিজ হতে তার আগেই যদি এমন অবস্থা হয় তাহলে ভাবতে পেরেছেন কি হবে রিলিজ হলে । তার জন্যেই বলছি তাড়াতাড়ি টিকিট বুক করে নেন না হলে হয়তো আপনি টিকিটই পাবেন না এসব কথা গুলি ট্যুইট করে লিখেছেন তারুন আদর্শ ।
আরও পড়ুন:দাবাং-৩ ফাইনাল স্টারকাস্ট পড়ুন

Check Also

আলিয়া ভাট

Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে

সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *