রবিবারে ছিলো চিলির সাধারণ নির্বাচন । আরব পতি সেবিস্তিয়ান পিনেরে ৫৫% ভোট পেয়ে পরের বছর পুনরায় তিনি হবেন রাস্ট্রপতি । তিনি দ্বিতীয় বার এনিয়ে রাস্ট্রপতি নির্বাচিত হলেন ।
নির্বাচন আধিকারিক জানাচ্ছেন কনজারভেটিভ পার্টির এই ৬৮ বছরের বর্ষিয়ান নেতা ৯৮%-এর মধ্যে ৫৫% ভোট নিয়ে দ্বিতিয় বারের মতো চিলির মসনদে বসতে চলেছেন ।পিনেরে ২০১০-২০১৪ পর্যন্ত দক্ষিন আমেরিকার এই দেশটির রাস্ট্রপতি ছিলেন ।
উনার নিকটতম বামপন্থি প্রতিদ্বন্দি আলজেন্দ্রো গিলার ৪৫% ভোট পেয়েছেন। ৬৪ বছরের গিলার যদিও নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচনের ময়দানে ছিলেন । পিনেরে আগামি বছর মার্চ মাসে দেশের দায়িত্ব পাবেন ।
আরও পড়ুন: লড়াই চলবে বলছে প্যালেস্টাইনের মানুষ দেখুন ভিডিও ।
Check Also
চলন্ত বিমান থেকে মৃত দেহ এক ব্যক্তির পাশে এসে পড়লো
সবার খবর, ওয়েব ডেস্ক: সাউথ ওয়েস্ট লন্ডনের বাগানে এক ব্যক্তি সূর্যের তাপে নিজের শরীর গরম …