সবার খবর স্পোর্টস ডেস্ক: ভারতের সবথেকে বড়ো ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির হাত ধরে অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলা শুরু করেছেন। শুধু তাই নয় তারা স্বমহিমায় দেশের মুখ উজ্জ্বল করেছেন তাদের সেরা খেলাটা নিংড়ে দিয়ে। এবার রঞ্জিতে অনেক ক্রিকেটারই দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন। যেমন পৃথ্বী শা, শ্রেয়াস আইয়ার। এছাড়াও কর্ণাটকের ২৬ বছরের নবীন ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল সবার নজর কেড়েছেন চলতি রঞ্জিতে। কিছুদিন আগেই এই ক্রিকেটার রেলওয়ের বিরুদ্ধে একটি নজর কাড়া শতরানের ইনিংশ খেলেন। শুধু তাই নয়, এবারের টুর্নামেন্টে আগারওয়াল সব থেকে বেশি রান করেছেন। ছয় ম্যাচের দশ ইনিংশে ১৩৩ গড়ে ১০৬৪ রান করেন।
ভিভিএস লক্ষণের ১৮ বছরের পুরনো রেকর্ড হয়তো ভাঙতে চলেছে এই কর্ণাটকি তুর্কি, এমনই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তিনি লক্ষণের রানের থেকে ৩৮২ রান দুরে রয়েছেন।
১৯৯৯ সালে রঞ্জি ট্রফিতে ১৪১৫ রান করে সর্বোচ্চ রানের রেকর্ডটি আছে লক্ষণের।
আরও পড়ুন: এই অভিনেতাকে বিয়ে করতে চান সানিয়া মির্জা
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …