Home / জাতীয় / জিওর নতুন DTH সর্ভিস চালু হচ্ছে । তাহলে কি কেব্‌লের জামানা শেষ???

জিওর নতুন DTH সর্ভিস চালু হচ্ছে । তাহলে কি কেব্‌লের জামানা শেষ???

সবার খবর, ওয়েব ডেস্ক: টেলিকম ইন্ডাসট্রিতে বেশ বড়ো ধরনের ধামাকার পর এবার নজর ঘুরিয়েছেন অন্যদিকে। মুখেশ আম্বানির এখন ফোকাস টিভি ও ব্রডব্যান্ডের দিকে । সূত্রমতে, জিও খুব তাড়াতাড়ি বাজারে আনতে চলেছে DTH সেট টপ বক্স এবং IPTV সার্ভিস। যদিও এখনও কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো স্টেটমেন্ট আসেনি এব্যাপারে। কিন্তু প্লে স্টোরে জিওর কিছু অ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে যা এই DTH এবং IPTV সার্ভিসের-ই সংকেত দেয়। ফলে অনেকটা নিশ্চিত যে জিও ব্রডব্যান্ড এবং DTH সার্ভিস চালু করতে যাচ্ছে।
জিও টিভি
খবর অনুযায়ী জিওর এই ডিটিএইচ সার্ভিস ২০০ এবং ৪০০ টাকার মান্থলি প্যাকে পাওয়া যাবে। কয়েক সপ্তাহের মধ্যের জিও তার এই নতুন চালু করতে যাচ্ছে।
আরও পড়ুন: এই গ্রামে বেশি পরিমাণে যমজ সন্তান জন্মায়। কারণ এখনও অধরা

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *